আর্সেনালের বিপক্ষে মিয়ামিতে অভিষেক হচ্ছে মেসির!

ফুটবল দুনিয়া June 17, 2023 902
আর্সেনালের বিপক্ষে মিয়ামিতে অভিষেক হচ্ছে মেসির!

চমক জাগিয়ে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মিয়ামিতে যোগ দিয়েছেন লিওনেল মেসি। অপেক্ষা এখন মেজর লিগ সকারের ক্লাবটির হয়ে মাঠে নামার। তার অবসানও ঘটতে চলেছে। প্রিমিয়ার লিগের ক্লাব আর্সেনালের বিপক্ষে অভিষেক হতে চলেছে মেসির।


২০ জুলাই ওয়াশিংটন ডিসিতে আর্সেনালের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ইন্টার মিয়ামি। ম্যাচটির পূর্বে যুক্তরাষ্ট্রে মেসিকে অভ্যর্থনা জানানো হতে পারে। পরে আর্জেন্টাইন কিংবদন্তিকে দেখা যেতে পারে মিয়ামির জার্সিতে মাঠ মাতাতে।


২১ জুলাই ক্রুজ আজুলের বিপক্ষে ম্যাচের মধ্য দিয়ে মেজর লিগ সকারে অভিষেক হতে চলেছে ৩৫ বর্ষী মহাতারকার। ম্যাচটি সামনে উচ্ছাস ছড়িয়ে পড়েছে ভক্তদের মাঝে।


টিকিটের দামও বেড়েছে ১১ থেকে ১৩ গুণের বেশি। সেই ম্যাচের টিকিটের দাম ২৯ ডলার থেকে এক লাফে বেড়ে হয়েছে ৩০০ ডলার, যা বাংলাদেশী মুদ্রায় ৩২ হাজার ৪১১ টাকা।


সূত্রঃ চ্যানেল আই অনলাইন