অস্ট্রেলিয়ার বিপক্ষে সন্ধ্যায় মাঠে নামছে আর্জেন্টিনা

ফুটবল দুনিয়া June 15, 2023 399
অস্ট্রেলিয়ার বিপক্ষে সন্ধ্যায় মাঠে নামছে আর্জেন্টিনা

প্রীতি ম্যাচ খেলতে আর্জেন্টিনা দল এখন এশিয়া সফরে। ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে সন্ধ্যায় মাঠে নামছে তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে আলবিসেলেস্তেরা।


চীনের বেইজিং ওয়ার্কার্স স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বৃহস্পতিবার (১৫ জুন) সন্ধ্যা ৬টায়। কাতার বিশ্বকাপের শেষ ষোলোতেও মুখোমুখি হয়েছিল এই দুই দল। আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসির অবিশ্বাস্য নৈপুণ্যে আর্জেন্টিনা ২-১ ব্যবধানে জয়ী হয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছিল।


ম্যাচের আগের দিন পুরো স্কোয়াড নিয়ে অনুশীলন করেছে আর্জেন্টিনা। চ্যাম্পিয়নস লিগ ফাইনালের ধকল কাটিয়ে আলবিসেলেস্তে শিবিরে যোগ দিয়েছেন হুলিয়ান আলভারেজ। স্কোয়াডের ১৯ জন বিশ্বচ্যাম্পিয়ন দলের।


বাদ পড়েছেন লিসান্দ্রো মার্টিনেজ, পাওলো দিবালা, লাউতারো মার্টিনেজের মতো তারকারা। ডাক পেয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের তরুণ ফরোয়ার্ড আলেহান্দ্রো গারনেচো।


অন্যদিকে, কাতার বিশ্বকাপে সকারুদের স্বপ্ন ভেঙে কোয়ার্টার ফাইনালের টিকেট পেয়েছিল আর্জেন্টিনা। তাই অস্ট্রেলিয়ার জন্য প্রতিশোধের ম্যাচ। ক্রেইগ গুডউইন, জ্যাকসন আরভিন, আজিজ বেহিশের মতো অভিজ্ঞরা ইনজুরির কারণে ছিটকে গেছেন। স্কোয়াডের অধিকাংশ ফুটবলার তরুণ। প্রথমবার ডাক পেয়েছেন দুজন।


আর্জেন্টিনা এখন পর্যন্ত ৮ বার অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছে। যেখানে ৬টি জয়ের বিপরীতে হেরেছে কেবল একটি ম্যাচে। ড্র হয়েছে একবার।


আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ: এমিলিয়ানো মার্টিনেজ, নাহুয়েল মলিনা, ক্রিশ্চিয়ান রোমেরো, নিকোলাস ওটামেন্ডি, মার্কাস আকুনা, রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ/লিয়ান্দ্রো পারেদেস, জিওভানি লো সেলসো, লিওনেল মেসি, অ্যাঞ্জেল ডি মারিয়া ও জিওভানি সিমিওনে/নিকোলাস গঞ্জালেজ।


সূত্রঃ যমুনা টিভি অনলাইন