সৌদি লিগের সেরা একাদশে জায়গা পেলেন না রোনালদো

ফুটবল দুনিয়া June 9, 2023 1,023
সৌদি লিগের সেরা একাদশে জায়গা পেলেন না রোনালদো

আল নাসরের হয়ে প্রথম মৌসুম শেষ করেছেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। প্রথম মৌসুমে খুব একটা খারাপ খেলেননি আল নাসরের এই তারকা। সৌদি প্রো লিগে সর্বোচ্চ পাঁচ গোলদাতার তালিকায় নিজের নাম লিখিয়েছেন। তবে এমন দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি মেলেনি রোনালদোর। সৌদি প্রো লিগের মৌসুম সেরা একাদশ জায়গা হয়নি পর্তুগিজ তারকার।


সৌদি প্রো লিগের এই একাদশে সর্বোচ্চ পাঁচ খেলোয়াড় চ্যাম্পিয়ন আল ইত্তিহাদের, যার মধ্যে তিনজন ডিফেন্ডার। এ ছাড়া আল নাসর, আল ফতেহর দুজন করে খেলোয়াড় এবং একজন করে আছেন আল হিলাল ও আল তাওয়ুনের।


গত বছরের শেষের দিকে ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে আল নাসরের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলেন রোনালদো। সৌদিতে এসেই প্রথম মৌসুমে ১৯ ম্যাচ খেলে করেছেন ১৪ গোল ও ২ গোলে অ্যাসিস্ট করেছেন। ১৪ গোলের সবকটিই করেছেন সৌদি প্রো লিগে। তালিসকার পর মৌসুমে আল নাসরের দ্বিতীয় সর্বোচ্চ গোল দিয়েছেন রোনালদো।


সৌদি প্রো লিগের ২০২২-২৩ মৌসুমের একাদশ:


গোলরক্ষক: মার্সেলো গ্রোহে (আল ইত্তিহাদ)


রক্ষণভাগ: গিসলেইন কোনান (আল নাসর), আহমেদ শারাহিলি (আল ইত্তিহাদ), আহমেদ হেগাজি (আল ইত্তিহাদ), মাদাল্লাহ আল ওলেয়ান (আল ইত্তিহাদ)


আক্রমণভাগ: ওদিওন ইঘালো (আল হিলাল), ফেরাস আল ব্রাইকান (আল ফতেহ), মুরাদ বাতনা (আল ফতেহ)


মিডফিল্ডার: কাকু (আল তাওয়ুন), রোমারিনহো (আল ইত্তিহাদ), লুইজ গুস্তাভো (আল নাসর)।


সূত্রঃ সমকাল অনলাইন