বার্সেলোনা সভাপতির সাথে মেসির বাবার গোপন বৈঠক

ফুটবল দুনিয়া June 5, 2023 420
বার্সেলোনা সভাপতির সাথে মেসির বাবার গোপন বৈঠক

মেসিকে ন্যু ক্যাম্পে ফেরাতে সব চেষ্টাই করছে বার্সেলোনা। বিশ্বজয়ী কিংবদন্তিকে দলে টানার বিষয়ে হোর্হে মেসির সঙ্গে বৈঠক করেছেন বার্সেলোনা সভাপতি হুয়ান লাপোর্তা। বৈঠক শেষে মেসির বাবা বলেছেন, ‘আমি তাকে বার্সেলোনায় ফিরতে দেখতে চাই।’


বৈঠক করতে সোমবার লাপোর্তার বাড়িতে যান হোর্হে মেসি। বৈঠকের পর বলেছেন, ‘লিও বার্সেলোনায় ফিরতে চায় এবং আমি তাকে বার্সেলোনায় দেখতে চাই। আমি বলতে পারি যে আমরা আত্মবিশ্বাসী, বার্সেলোনা অবশ্যই একটি বিকল্প। শীঘ্রই মেসির ভবিষ্যৎ জানতে পারবেন।’


মেসির প্রত্যাবর্তনে অবশ্য বাধা হওয়ার সম্ভাবনা ছিল লা লিগার আর্থিক ফেয়ার প্লে নীতি। তবে সেই মেঘ কেটেছে। মেসিকে ফেরাতে বার্সেলোনাকে সবুজ সংকেত দিয়েছে লিগ কর্তৃপক্ষ।


এদিকে হোর্হে মেসি ও লাপোর্তার বৈঠকের বিষয়ে কিছু তথ্য জানিয়েছেন ফ্যাব্রিজিও রোমানো। বলেছেন, ‘বৈঠকে বার্সেলোনা এখনও মেসির কাছে আনুষ্ঠানিক বিড উপস্থাপন করতে পারেনি।


উভয় পক্ষই মনে করে, সময় ফুরিয়ে আসছে। তবে লাপোর্তা এবং হোর্হে মেসি একটি ‘সৃজনশীল’ সমাধান আছে কিনা তা দেখতে কয়েক ঘন্টা সময় নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন।’


সূত্রঃ চ্যানেল আই অনলাইন