মেসি ক্লাব ছাড়তেই ১০ লাখ ফলোয়ার কমলো পিএসজির

ফুটবল দুনিয়া June 5, 2023 409
মেসি ক্লাব ছাড়তেই ১০ লাখ ফলোয়ার কমলো পিএসজির

বার্সেলোনার সঙ্গে ২১ বছরের সম্পর্ক ছিন্ন করে ২০২১ সালে পিএসজিতে পাড়ি জমান মেসি। ক্লাবটিতে যোগ দেয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে পিএসজির ফলোয়ার বাড়তে থাকে বিদ্যুতের গতিতে। প্রথম সাত দিনেই ইনস্টাগ্রামে পিএসজির ফলোয়ার সংখ্যা বাড়ে প্রায় ৭ মিলিয়ন।


যদিও ফরাসি ক্লাবটিতে নিজেকে খুব একটা মানিয়ে নিতে পারেননি আর্জেন্টিনার হয়ে ২০২২ সালে বিশ্বকাপ জেতা এই ফুটবলার। যদিও চলতি মৌসুমে লিগ ওয়ানে ৩২ ম্যাচে ১৬ গোলের পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন ১৬টি গোল। তবে ক্লাবের সঙ্গে তার বোঝাপড়া তেমনটা ভালো ছিল না। ফলে পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার তা নবায়ন করেননি মেসি।


এদিকে, মেসির ক্লাব ছাড়ার কথা শুনেই ইনস্টাগ্রামে পিএসজির অনুসারী কমতে থাকে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ইনস্টাগ্রামে পিএসজির ফলোয়ার ৬৮ দশমিক ৭ মিলিয়ন, যা দুদিন আগেও ছিল ৬৯.৯ মিলিয়ন।


এছাড়া, পিএসজির হয়ে শেষটা ভালো হয়নি মেসির। শনিবার রাতে পিএসজির জার্সি গায়ে শেষ ম্যাচে নিজ দলের সমর্থকদের দুয়ো হজম করতে হয়েছে তাকে। ওই তিক্ততার পাশাপাশি ওই ম্যাচে মেসির ভাগ্যে জুটেছে দৃষ্টিকটু সুযোগ মিস আর দলের হারের হতাশা।


মেসির শেষ ম্যাচে পিএসজি নিজেদের ঘরের মাঠে ২-৩ গোলে হেরে গেছে ক্লেরমন্তের কাছে। পিএসজির হারটাও আবার নিজেদের ঘরের মাঠে ২-০ গোলে এগিয়ে যাওয়ার পর! আগেই লিগ শিরোপা নিশ্চিত করা পিএসজিকে মৌসুম শেষ করতে হলো হারের হতাশা দিয়ে।


সূত্রঃ যমুনা টিভি অনলাইন