মেসির সাথে চুক্তি করতে প্যারিসে আল হিলাল কর্তারা

ফুটবল দুনিয়া June 5, 2023 325
মেসির সাথে চুক্তি করতে প্যারিসে আল হিলাল কর্তারা

পিএসজি শনিবারই ঘোষণা দিয়েছে, লিওনেল মেসির সঙ্গে সম্পর্কটা আর এগোচ্ছে না। প্যারিসের ক্লাবটির সঙ্গে দুই বছরের সম্পর্কে যতি পড়ে যাচ্ছে এ মাসের শেষেই। পিএসজির ঘোষণার পরদিনই প্যারিসে হাজির সৌদি আরবের ক্লাব আল হিলালের শীর্ষ কর্তারা।


সৌদি আরবের এ ক্লাবে মেসির নাম লেখানোর সম্ভাবনা নিয়েও ফুটবল–বিশ্বে চলছে নানা জল্পনাকল্পনা। মেসির সৌদি আরবের ফুটবলে যাওয়ার বিষয়ে খুব ভালোভাবে জানেন, এমন দুটি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি খবর দিয়েছে, আর্জেন্টাইন তারকার সঙ্গে চুক্তির বিষয়টি চূড়ান্ত করে ফেলতেই প্যারিসে পা রেখেছেন আল হিলালের কর্মকর্তারা।


সৌদি আরবে আল হিলালের কর্মকর্তারা দেখা করবেন মেসির বাবা ও এজেন্ট হোর্হে মেসির সঙ্গে। মাসখানেক আগে বার্তা সংস্থা এএফপিই খবর দিয়েছিল, আগামী মৌসুমে সৌদি আরবের ফুটবলে খেলার জন্য চুক্তি সেরে ফেলেছেন মেসি। এবার তাদের অনুমান, এ সপ্তাহের মধ্যেই আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকার ভবিষ্যৎ নিয়ে আলোচনার যবনিকাপাত হবে।


আল হিলালের ঘনিষ্ঠ এক সূত্রকে এএফপি তাদের খবরে উদ্ধৃত করেছে এভাবে, ‘সৌদি আরবের আলোচক দল একটি লক্ষ্য নিয়েই প্যারিসে এসেছে: সৌদির প্রস্তাবে মেসির আনুষ্ঠানিক সম্মতি নিয়ে ফিরবেন তাঁরা।’


চুক্তি নিয়ে কাজ করা আরেক কর্মকর্তা বলেছেন, ‘আমরা চুক্তির শেষ পর্যায়ে আছি। সবকিছু ঠিকঠাক থাকলে মেসি তাঁর নতুন চুক্তিটিতে সই করবেন এবং আল হিলাল এটা সপ্তাহ শেষের আগেই ঘোষণা করবে।’


সূত্রঃ প্রথম আলো অনলাইন