মেসির বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেওয়ার পেছনে বড় ভূমিকা রেখেছিলেন নেইমার। বার্সেলোনার পর বিশ্বকাপজয়ী এই ফুটবলারের সঙ্গে পিএসজিতে জুটি বাঁধেন নেইমার। কিন্তু সময়টা কেবল দুই মৌসুমের জন্যই ছিল। মেসির বিদায়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেন নেইমার। পোস্টে মেসির সঙ্গে নিজের একটি ছবিও সংযুক্ত করেন তিনি।
সেই পোস্টে ব্রাজিল সুপারস্টার নেইমার লিখেন, ‘ভাই, আমরা যেমনটা ভেবেছিলাম তেমনটা হয়নি ঠিকই, কিন্তু আমরা যথাসাধ্য চেষ্টা করেছি। তোমার সঙ্গে আরও দুই বছর কাটাতে পারাটা আমার জন্য ভীষণ আনন্দের। তোমার নতুন পর্যায়ের জন্য শুভকামনা রইল। সুখী হও। আমি তোমাকে ভালোবাসি।’
নেইমারের পোস্টে কমেন্ট করে এর জবাব দিয়েছেন বিশ্বকাপজয়ী মেসি। নেইমারকে শুভ কামনা জানিয়ে মেসি লিখেন, ‘ধন্যবাদ নেইমার। আমরা একসঙ্গে খেলাকে উপভোগ করেছি। আমি তোমাকে শুভ কামনা জানায়। সবশেষে এটাই ঠিক যে, তুমি একজন দারুণ মানুষ। আমি তোমাকে অনেক ভালোবাসি।’
সূত্রঃ অনলাইন