নিজের বিদায়ী ম্যাচে পরিবারকে সঙ্গে নিয়েই আসেন মেসি। কিন্তু শেষটা স্মরণীয় করে রাখতে পারলেন না আর্জেন্টাইন এই মহাতারকা। ক্লারমন্তের বিপক্ষে ৩-২ গোলে হেরেই মৌসুম শেষ করতে হলো পিএসজিকে। আগের মতো এই ম্যাচেও পিএসজি ভক্তদের দুয়োধ্বনি শুনতে হয়েছে তাকে।
মেসির বিদায়ের তথ্য নিশ্চিত করেছিলেন পিএসজির কোচ ক্রিস্টোফে গালতিয়ের। জানিয়েছিলেন, ক্লারমন্তের বিপক্ষে ম্যাচটিই মেসির শেষ ম্যাচ। তবে ক্লাব থেকে দাবি করা হয়েছিল, এটা পিএসজিতে মেসির শেষ ম্যাচ নয়, এটা হবে এই মৌসুমে মেসির শেষ ম্যাচ। শেষ পর্যন্ত অবশ্য গালতিয়েরের কথাটাই সত্যি হলো।
ম্যাচ শুরুর আগেই পিএসজি আনুষ্ঠানিক এক বিবৃতিতে জানায়, এটিই মেসির শেষ ম্যাচ। এ সময় মেসিকে ধন্যবাদ ও শুভকামনাও জানায় তারা।
যদিও শেষটা ভালো হয়নি মেসির। আগেই শিরোপা নিশ্চিত করে ফেলা পিএসজি ক্লারমন্তের বিপক্ষে লিগ ওয়ানডে নিজেদের শেষ ম্যাচে হেরেছে। মেসিকে দুয়ো শুনতে হয়েছে ম্যাচ শুরুর আগেই, যখন মাঠে একাদশ ঘোষণা করা হচ্ছিল।
সূত্রঃ সমকাল অনলাইন