ব্রাজিলের জাতীয় দলের কোচ হবেন না আনচেলোত্তি

ফুটবল দুনিয়া May 21, 2023 236
ব্রাজিলের জাতীয় দলের কোচ হবেন না আনচেলোত্তি

চ্যাম্পিয়নস লিগ আর লা লিগায় এমন পারফরম্যান্সের পর রিয়ালের মতো দলের কোচের চেয়ারে থেকে যাওয়া কঠিন। তবে চাকরি হারাচ্ছেন না কার্লো আনচেলোত্তি। রিয়াল প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ আস্থা রাখছেন আনচেলোত্তির প্রতি।


শনিবার সংবাদ সম্মেলনে আনচেলোত্তি বলেন, ‘পেরেজের সঙ্গে কাল (পরশু) কথা হয়েছে আমার। আমরা ম্যানসিটির বিপক্ষে ম্যাচ নিয়ে কথা বলেছি। আলোচনা করেছি এই মৌসুম আর গত দুই মৌসুমের পারফরম্যান্স নিয়ে।


তিনি আমাকে সমর্থন করেছেন। আগামী মৌসুমেও আমি কোচ থাকছি। ভালো কিছুর লক্ষ্যে আমরা এখন সামনে এগিয়ে যেতে চাই। কাতার বিশ্বকাপের পর থেকে ব্রাজিল দলের খণ্ডকালীন কোচ হিসেবে আছেন র‌্যামন মেনেজেস।


ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট এদনালদো রদ্রিগুয়েজ এত দিন বলে এসেছেন তিতের চেয়ারে তাঁর প্রথম পছন্দ আনচেলোত্তি।


এ নিয়ে অবশ্য মাথা ঘামাচ্ছেন না ইতালিয়ান বর্ষীয়ান এই কোচ, ‘মনে হয় সবাই আমার পরিস্থিতিটা জানে। ২০২৪ সালের জুন পর্যন্ত রিয়ালের সঙ্গে চুক্তি আছে আমার। চুক্তির শেষ দিন পর্যন্ত থাকতে চাই। সবাই জানে এটা।


সূত্রঃ কালের কন্ঠ অনলাইন