চ্যাম্পিয়নস লিগে মেসিকে ছাড়িয়ে গেলেন আলভারেজ

ফুটবল দুনিয়া May 18, 2023 1,579
চ্যাম্পিয়নস লিগে মেসিকে ছাড়িয়ে গেলেন আলভারেজ

চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে রিয়াল মাদ্রিদকে হারিয়ে ফাইনালে উঠেছে ম্যানচেস্টার সিটি। ঘরের মাঠে ইত্তিহাদ স্টেডিয়ামে বুধবার রাতের ম্যাচে ৪-০ গোলে জিতেছে সিটিজেনরা। দুই লেগ মিলিয়ে জিতেছে ৫-১ গোলের ব্যবধানে।


দলের ওই বড় জয়ে গোল করেছেন ম্যানসিটির আর্জেন্টাইন তরুণ স্ট্রাইকার হুলিয়ান আলভারেজ। ২৩ বছর বয়সী এই স্ট্রাইকার ম্যাচের শেষ দিকে মাঠে নেমে যোগ করা সময়ে জালে বল পাঠিয়ে দেন।


ওই গোল করে তিনি আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসিকে ছাড়িয়ে গেছেন। বার্সেলোনার হয়ে মেসি সবচেয়ে কম বয়সী আর্জেন্টাইন হিসেবে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে গোল করেছিলেন।


তখন পিএসজি তারকা মেসির বয়স ছিল ২১ বছর ১০ মাস তিনদিন। আলভারেজ ম্যানসিটির হয়ে সেমিফাইনালে ২১ বছর তিন মাস ১৭ দিন বয়সে গোল করলেন। যা তাকে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে গোল করা সবচেয়ে কম বয়সী আর্জেন্টাইনের খ্যাতি দিয়েছে।


সূত্রঃ সমকাল অনলাইন