নিষেধাজ্ঞা আগেভাগে উঠে যাওয়ার পর শনিবার লিওনেল মেসি ফিরলেন। তার প্রত্যাবর্তনের ম্যাচে গোল উৎসব করেছে পিএসজি।
৫-০ গোলে লিগ ওয়ানে আজাসিওকে হারিয়েছে পিএসজি। তাদের বিপক্ষে চলতি মৌসুমে দুইবারই জোড়া গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে। দুই দলই ১০ জন নিয়ে ম্যাচ শেষ করেছে।
২২ মিনিটে ফ্যাবিয়ান রুইজ লিড এনে দেন। ১০ মিনিট পর এমবাপ্পের ডিফ্লেক্টেড শট থেকে আশরাফ হাকিমি প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে দেন পিএসজিকে। বিরতি থেকে ফিরে ৭ মিনিটের ব্যবধানে জোড়া গোল করেন এমবাপ্পে।
৪৭ মিনিটে ক্রস থেকে করেন গোল। এরপর ৫৪ মিনিটে ফরাসি ফরোয়ার্ড করেন দলের চতুর্থ গোল। পরে মারকুইনহোসের শট থেকে মোহামেদ ইউসুফ ৭৩ মিনিটে আত্মঘাতী গোল করেন।
৭৭ মিনিটে হাকিমি লাল কার্ড দেখেন। তিন মিনিট পর আজাসিওর থমাস মানগানিও লাল কার্ড পান।
মেসিকে ভালোভাবে গ্রহণ করেনি পিএসজি সমর্থকরা। ম্যাচের আগে থেকে দুয়ো শুনতে হয়েছে তাকে। দলে তার নাম ঘোষণা হতেই এবং বলে তার প্রথম ছোঁয়াতে দুয়ো দেয়। তার লক্ষ্যে শট ছিল একবার। ব্যর্থতা নিশ্চিতভাবে হতাশ করেছে তাকে।
তিন ম্যাচ হাতে রেখে ৮১ পয়েন্ট নিয়ে ১১তম লিগ ওয়ান ট্রফির আরও কাছে শীর্ষ দল পিএসজি। তাদের থেকে ৬ পয়েন্ট পেছনে দ্বিতীয় দল লেন্স।
সূত্রঃ বাংলা ট্রিবিউন