আর্জেন্টাইন মহাতারকার সঙ্গে চুক্তি সেরে ফেলেছে সৌদি আরবের ক্লাব আল হিলাল, এমন খবরকে ভুয়া এবং বিরক্তিকর বলেছেন লিওনেল মেসির বাবা হোর্হে মেসি। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে করা পোস্টে এমন কথা জানিয়েছেন তিনি।
ইনস্টাগ্রামে হোর্হে মেসি লিখেছেন, ‘প্রকৃতপক্ষে আগামী বছরের জন্য কোনো ক্লাবের সাথেই এমন কিছু হয়নি। পিএসজিতে লিগ শেষ না হওয়া পর্যন্ত এমন কোনো সিদ্ধান্ত নেয়া হবে না।
যখন মৌসুম শেষ হবে, তখন বিশ্লেষণ করা হবে এবং সিদ্ধান্ত নেয়া হবে। সর্বদা গুজব ছড়াচ্ছে এবং অনেকেই কুখ্যাতি অর্জনের জন্য লিওর নাম ব্যবহার করছে, তবে আমরা নিশ্চিত করতে পারি কারও সাথে কিছু হয়নি।’
‘মৌখিক, স্বাক্ষরিত, সম্মতি বা কোনকিছুই হবে না, যতক্ষণ মৌসুম শেষ না হচ্ছে। আমার কাছে মনে হচ্ছে নিজেদের স্বার্থ উদ্ধারে মেসির প্রতি সম্মান জানাতে পারছে না অনেকেই এবং সচেতনভাবে কোনো প্রমাণ ছাড়াই প্রতারণা করা হচ্ছে। নিজেদের স্বার্থের ব্যাঘাত ঘটবে বলে সত্য প্রচার করতে চাই না।’
এরআগে, দলবদলের নির্ভরযোগ্য সূত্র খ্যাত ইতালিয়ান ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো জানান, আর্জেন্টাইন মহাতারকার দলবদলের ব্যাপারে পরিস্থিতির এখনও কোনো পরিবর্তন হয়নি।
অন্যদিকে, মেসি মধ্যপ্রাচ্যের দেশটিতে খেলতে রাজি হয়েছেন, ৪০০ মিলিয়ন পাউন্ডের ‘ডিল ডান’, এএফপির প্রতিবেদনে লেখা হয়েছিল এমনই। এরপরই জবাব দিলেন মেসির বাবা ও এজেন্ট।
সূত্রঃ চ্যানেল আই অনলাইন