চুক্তি নবায়নে মেসির সঙ্গে আরেকবার বসতে চায় পিএসজি

ফুটবল দুনিয়া May 8, 2023 474
চুক্তি নবায়নে মেসির সঙ্গে আরেকবার বসতে চায় পিএসজি

অনুমতি ছাড়া সৌদি আরবে যাওয়ায় পিএসজির কাছে ক্ষমা চেয়েছেন লিওনেল মেসি। সুর নরম করেছে পিএসজিও। সুযোগের ফায়দা নিতে চায় প্যারিসের ক্লাবটি। চুক্তি নবায়ন নিয়ে কথা বলতে লিওনেল মেসির সঙ্গে আবার বসতে চায় ক্লাব কর্তৃপক্ষ।


তবে যা কিছু ঘটে গেছে তারপরও মেসি পার্ক দেস প্রিন্সেসে আরও এক বছর থাকার আলোচনায় বসবেন কিনা সেটাই বড় প্রশ্ন বলে জানিয়েছে স্প্যানিশ সংবাদ মাধ্যম স্পোর্ত।


মেসির দলবদল নিয়ে অনেকগুলো গুঞ্জন চলছে। তার বার্সায় ফেরা, সৌদি আরবের লিগে যাওয়া, চ্যাম্পিয়ন্স লিগে জায়গা নিশ্চিত করার পথে থাকা নিউক্যাসলে যাওয়া সবগুলো গুঞ্জনের পর্যায়ে আছে। এর মধ্যে একটা গুঞ্জন হলো আর্থিক সংকটে থাকা বার্সা মেসির সঙ্গে নেইমারকেও কিনতে চায়।


সেজন্য কাতালানদের একাধিক খেলোয়াড়কে বেচে দিতে হবে বা ধারে অন্য ক্লাবে পাঠাতে হবে। ওই পরিকল্পনাও করে ফেলেছে তারা। এর মধ্যে সৌদি ক্লাব আল হিলালের কোচ বলেছেন, ‘আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। দেখা যাক কী হয়।’


আবার নিউক্যাসল কোচ বলেছেন, ‘আমাদের ক্লাবকে জড়িয়ে অনেকগুলো নাম আলোচনায় আছে। তবে এর সব সত্য নয়। দেখা যাক মৌসুম শেষে কী হয়।’ সব মিলিয়ে আসন্ন দলবদলের মৌসুমের বেশ জমে উঠবে বলেই মনে হচ্ছে।


সূত্রঃ সমকাল অনলাইন