লা লিগায় রিয়াল বেতিসের বিপক্ষে বড় ব্যবধানে জয়ের দেখা পেয়েছে বার্সেলোনা। ৪–০ গোলের সহজ জয়ে শিরোপার আরো কাছে পৌছে গেল তারা। আগের ম্যাচে পয়েন্ট হারানোয় সংবাদ সম্মেলনে ক্ষোভ ঝেড়েছিলেন বার্সা বস জাভি হার্নান্দেজ। শিষ্যদের আজকের খেলা দেখার পর নিশ্চয়ই খুশি হওয়ার কথা বার্সা বসের।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বার্সেলোনা। যার ফল পেতে বেশিক্ষণ দেরি করতে হয়নি তাদের। ম্যাচের শুরুতেই রাফিনিয়ার ক্রস থেকে হেডে গোল করে বার্সেলোনাকে লিড এনে দেন আন্দ্রেস ক্রিস্টেনসন। বেশ কিছুদিন ধরে গোল খরায় ভুগতে থাকা রবার্ট লেভানডফস্কিও গোলের দেখা পেয়েছেন আজ।
বার্সেলোনার হয়ে দ্বিতীয় গোলটি করেন তিনি। বেতিসের বিপক্ষে দারুণ খেলতে থাকা রাফিনিয়াও পেয়েছেন গোল। ম্যাচের শুরুতে ১৩ মিনিটে ক্রিস্টেনসেন কে দিয়ে গোল করানোর পর বিরতিতে যাওয়ার আগে দলের তৃতীয় ও নিজের প্রথম গোল করেন তিনি।
বিরতির পর সহজ সুযোগ নষ্ট না করলে নিজের দ্বিতীয় গোল পেয়ে যেতে পারতেন পোলিশ গোল মেশিন লেভা। কিন্ত বেতিস গোলরক্ষক কে একা পেয়েও পোস্টে বল মেরে সহজ নষ্ট করেন তিনি। এরপর নিজেদের জালে বল জড়িয়ে হারের ব্যবধান আরো বাড়ান বেতিস ডিফেন্ডার গিদো রদ্রিগেজ। ম্যাচের বাকি সময়ে গোলের অনেক সুযোগ সৃষ্টি করলেও আর গোল পায়নি বার্সা।
রিয়াল বেতিস ম্যাচে বার্সেলোনার হয়ে অভিষেক হয়েছে ১৫ বছর বয়সী মরোক্কান বংশোদ্ভত লামিনে ইয়ামালের। বেতিস ম্যাচের মধ্য দিয়ে বার্সার সর্বকনিষ্ঠ খেলোয়ার হিসেবে লা লিগায় অভিষেক হয় তার। অনেকদিন ধরে ইনজুরির কারণে মাঠের বাইরে থাকা উসমান দেম্বেলেও মাঠে ফিরছেন আজ।
এ জয়ে ৩২ ম্যাচ শেষে ৭৯ নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে বার্সেলোনা। সমান ম্যাচ খেলে দুইয়ে থাকা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৬৮। বাকি ছয় ম্যাচে যদি বার্সা তাদের ধারাবাহিকতা ধরে রাখতে পারে তাহলে লা লিগা শিরোপা নিশ্চিত।
সূত্রঃ অলরাউন্ডার