অবশেষে প্রিয় দলের খেলা আবারও দেখতে পাবেন ভক্ত-সমর্থকরা। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মাঠে নামছে বিশ্বজয়ী আর্জেন্টিনা। তাদের প্রতিপক্ষ মধ্য আমেরিকান দেশ পানামা।
গত বছর ১৮ ডিসেম্বর, কাতারের লুসাইল স্টেডিয়ামে ফ্রান্সকে ট্রাইব্রেকারে হারিয়ে বিশ্বকাপ জিতেছিলো মেসির আর্জেন্টিনা। আর্জেন্টিনার জার্সিতে আগে ছিল দুই তারকা। এবার বিশ্বকাপ জয়ের পর যোগ হয়েছে আরও একটি। অর্থ্যাৎ তিন তারকা।
এখনও পর্যন্ত তিন তারকা সম্বলিত জার্সি পরে মাঠে নামা হয়নি মেসিদের। তবে সেই অপেক্ষার অবসান হচ্ছে। শিগগিরিই তিন তারকা জার্সি পরে মাঠে নামতে যাচ্ছে আর্জেন্টিনা।
বাংলাদেশ সময় শুক্রবার ভোর ৫ঃ৩০ মিনিটে বুয়েন্স আয়ার্সের স্টাডিও মনুমেন্টালে দক্ষিণ আমেরিকার দেশ পানামার মুখোমুখি হবে লা আলবিসেলেস্তেরা। ম্যাচটি খেলতে এরই মধ্যে দেশে পৌঁছেছেন আর্জেন্টিনার খেলোয়াড়রা।
তবে বিশ্বকাপজয়ী ফুটবলারদের মধ্যে নেই শুধু পাপু গোমেজ। তার ক্লাব সেভিয়া পাপু গোমেজকে ছাড়ছে না। মূলত ইনজুরিতে রয়েছেন তিনি এবং স্পেনেই পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে রয়েছেন।
সূত্রঃ অনলাইন