প্রীতি ম্যাচ খেলতে সপরিবারে আর্জেন্টিনায় গেলেন মেসি

ফুটবল দুনিয়া March 21, 2023 358
প্রীতি ম্যাচ খেলতে সপরিবারে আর্জেন্টিনায় গেলেন মেসি

আন্তর্জাতিক ফুটবলের বিরতিতে পড়েছে ক্লাব ফুটবল। ফুটবলের আন্তর্জাতিক বিরতিতে দুটি প্রীতি ম্যাচ খেলবে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কাতার বিশ্বকাপ জয়ের পর এই প্রথম মাঠে নামবে বিশ্বচ্যাম্পিয়নরা।


তাদের জার্সিতে লাগানো থাকবে তিন তারকা। আগামী শুক্রবার (২৪ মার্চ) বাংলাদেশ সময় ভোর ৬টায় পানামার বিপক্ষে ঘরের মাটিতে মুখোমুখি হবে তারা। আর দ্বিতীয় ম্যাচটি হবে কুরাকাওয়ের বিপক্ষে ২৮ মার্চ।


তাই এই ম্যাচ দুটি খেলতে ইতোমধ্যে প্যারিস থেকে দেশে ফিরেছেন আলবিসেলেস্তে অধিনায়ক লিওনেল মেসি। সোমবার (২০ মার্চ) ব্যক্তিগত চাটার্ড বিমানে করে স্থানীয় সময় সকাল ১০টায় স্বপরিবারে এসে পৌঁছান মেসি।


দুটি প্রীতি ম্যাচে অংশ নিতে সবার আগে আর্জেন্টিনায় পা রাখে নিকোলাস তাগলিফিকো, এনজো ফার্নান্দেজ, নিকোলাস ওটামেন্দি এবং রদ্রিগো ডি পল। এছাড়া সোমবার ভোরে ইংল্যান্ড থেকে এসে যোগ দিয়েছেন অ্যাস্টন ভিলার দুই ফুটবলার এমিলিয়ানো মার্টিনেজ ও এমিলিয়ানো বুন্দিয়া। এছাড়া বাকিরাও ফিরতে শুরু করেছেন।


এদিকে, পানামার বিপক্ষে প্রথম ম্যাচটি মাঠে বসে দেখতে হুমড়ি খেয়ে পড়ছেন মানুষ।


সূত্রঃ চ্যানেল২৪