লিওনেল মেসি, নেইমার, কিলিয়ান এমবাপেদের বিপক্ষে রিয়াদ একাদশের হয়ে প্রীতি ম্যাচে জোড়া গোল দিয়ে সৌদি আরবের ফুটবলে যাত্রা শুরু হয়েছিল ক্রিস্টিয়ানো রোনালদোর। সেদিন তাঁর দল হারলেও মনে হচ্ছিল সৌদি আরবে রোনালদোর সময়টা ভালোই কাটবে।
যদিও দেশটির প্রতিদ্বন্দ্বিতামূলক ফুটবলে রোনালদোর অভিষেকটা ভালো হয়নি। সৌদি প্রো লিগে নিজের প্রথম ম্যাচে গোল পাননি। এরপর গোল করতে ব্যর্থ হন সুপার কাপের সেমিফাইনালেও। সেই ম্যাচে আল-ইত্তিহাদের কাছে তাঁর দলও যায় হেরে।
এরপর তো বলাবলি হচ্ছিল সৌদি আরবের ফুটবলটা রোনালদোর জন্য মোটেই মধুচন্দ্রিমার হবে না। অনেকে তো এমনও বলছিলেন-সৌদি আরবের ফুটবলও এখন রোনালদোর জন্য কঠিন!
কিন্তু সেই সমালোচনা কিছুটা হলেও রোনালদো চাপা দিতে পারেন আল-নাসরের হয়ে পরের ম্যাচটি খেলতে নেমে। প্রো লিগে ৩ ফেব্রুয়ারির সেই ম্যাচে তাঁর শেষ মুহূর্তের পেনাল্টি গোলেই আল-ফাতেহর সঙ্গে ২-২-এ ড্র নিয়ে মাঠ ছেড়েছিল আল-নাসর।
আর আজ তো রোনালদো তাঁর আসল রূপে আবির্ভূত। একটি নয়, দুটি নয়-এবার ৪ গোল করলেন রোনালদো। তাঁর চার গোলে মক্কায় আল-ওয়েহদার মাঠ থেকে ৪-০ ব্যবধানের জয় নিয়ে ফিরেছে আল-নাসর।
সূত্রঃ স্পোর্টসজোন২৪