অবশেষে অনূর্ধ ২০ দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশীপে স্বস্তির জয় পেয়েছে আর্জেন্টিনা। টানা দুই ম্যাচে পরাজিত হওয়ার পর এবার খর্বশক্তির পেরুকে একমাত্র গোলের ব্যবধানে পরাজিত করে পরবর্তী রাউন্ডের আশা টিকিয়ে রেখেছে লিওনেল মেসিদের উত্তরসূরীরা।
আর্জেন্টিনার যুব দল এবারের আসরের প্রথম দুটি ম্যাচে হেরেছিল প্যারাগুয়ে এবং ব্রাজিলের বিপক্ষে। আর পেরু আগের তিনটি ম্যাচেই হারায় টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়ে যায় তাদের।
আগেই বিদায় নেওয়া পেরুর বিপক্ষে আজকে আর্জেন্টিনা জিতেছে ১-০ গোলে। ম্যাচের ৪১তম মিনিটে ইনফান্তিনো গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন এবং এই গোলটিই আর্জেন্টিনাকে তিন পয়েন্ট এনে দেয়।
অপরদিকে নিজেদের ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে ড্র করেছে ব্রাজিল। যার ফলে এখনো পরবর্তী রাউন্ডে পৌঁছানোর আশা টিকে রয়েছে আলবেসিলেস্তেদের।
পরবর্তী রাউন্ডে পৌঁছাতে হলে এখন আর্জেন্টিনার সামনে একটাই পথ খোলা রয়েছে। সেটা হলো শেষ ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে জয় পাওয়া। এই ম্যাচে জিতলেই পরবর্তী রাউন্ডের টিকেট পাবে দলটি।
সূত্রঃ স্পোর্টসজোন২৪