রোনালদোদের বিপক্ষে মাঠে নামছেন মেসি-নেইমার-এমবাপে

ফুটবল দুনিয়া January 18, 2023 1,208
রোনালদোদের বিপক্ষে মাঠে নামছেন মেসি-নেইমার-এমবাপে

রিয়াদের কিং আল ফাহাদ স্টেডিয়ামে আগামী বৃহস্পতিবার আল নাসের ও আল হিলালের সম্মিলিত দলের বিপক্ষে মাঠে নামবে পিএসজি। পর্তুগিজ মহাতারকার মধ্যপ্রাচ্যে অভিষেকের দিনে পিএসজি জার্সিতে থাকবেন মেসি-নেইমার-এমবাপে। পূর্ণশক্তির দল নিয়েই দেশটিতে গেছে ফরাসি জায়ান্টরা।


প্রীতি ম্যাচে মেসি-নেইমারদের থাকা নিয়ে সংশয় ছিল, সেটি দূর করেছে পিএসজি। ফরাসি ক্লাবটি নিজেদের ওয়েবসাইটে নিশ্চিত করেছে রিয়াদের সম্মিলিত দলের বিপক্ষে থাকছেন মেসি, নেইমার, এমবাপে, সার্জিও রামোস ও হাকিমি।


ইতিমধ্যে ফ্রান্স ছেড়েছে পিএসজি। অবস্থান করছে সৌদির প্রতিবেশী দেশ কাতারে। বুধবার স্থানীয় সময় সাড়ে ছয়টায় দোহার খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুশীলন করবে কাতারি মালিকানাধীন ক্লাবটি।


মেসি-নেইমারদের অনুশীলন দেখার সুযোগ করে দিয়েছে দোহা কর্তৃপক্ষ। মাত্র ২০ কাতারি রিয়াল খরচে বিশ্বকাপজয়ী কিংবদন্তিকে সরাসরি দেখতে পারবেন ১৫ হাজার ভক্ত।


সূত্রঃ চ্যানেল আই অনলাইন