হাতে ট্রফি নেওয়া লিওনেল মেসিকে কাঁধে তুলে নেন কুন আগুয়েরো। মেসির মতো করে শিরোপা উচিয়ে ধরেন তিনিও। চুমু এঁকে দেন স্বপ্নের শিরোপায়। এমনকি কোন এক সতীর্থের বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার স্বর্ণের মেডেলও গলায় পরেন তিনি।
অথচ নিয়ম অনুযায়ী, বিশ্বকাপ না জিতলে তা ছোঁয়ার অধিকার দেওয়া হয় না। রেপ্লিকা কারা ধরতে, ছুঁতে পারবেন তাও নির্ধারণ করে দেওয়া হয়। অনুমিতভাবেই ওই তালিকায় আগুয়েরোর থাকার কথা নয়। চ্যাম্পিয়নের ‘ভাব নিয়ে’ অন্যের মেডেল গলায় পরাও তার মতো তারকার ঠিক মানায় না।
বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে প্রশ্ন তোলা হয়। আগুয়েরোর হাতে কেন বিশ্বকাপ শিরোপা এবং গলায় কেন চ্যাম্পিয়নের মেডেল তা নিয়ে সমালোচনা করা হয়েছে। তাকে ‘লজ্জাহীন ব্যক্তি’ বলেও টুইট করেন অনেকে। ওই প্রশ্নের, সমালোচনায়র জবাব দিয়েছেন সাবেক ম্যানসিটি স্ট্রাইকার আগুয়েরো।
তিনি বলেছেন, ‘আমি জানি, এটা আমার ধরা ঠিক নয়। কিন্তু এক বছর আগেও আমি তাদের সঙ্গে ছিলাম। তারা আমার বন্ধু, আমার সতীর্থ, সবকিছু। হার্টের সমস্যার জন্য তাদের সঙ্গে আমি চালিয়ে যেতে পারিনি। সবচেয়ে সুন্দর বিষয় কি জানেন, আমার হৃদয় আজ আনন্দে পরিপূর্ণ। আমি এই মুহূর্ত কোনদিন ভুলবো না।’
সূত্রঃ স্পোর্টসজোন২৪