ডি মারিয়া ফ্রান্সের বিপক্ষে ফাইনালের আগে স্ত্রীকে আলাপচারিতায় এক বার্তা পাঠিয়েছিলেন। স্ত্রী জর্জিলিনা কারদোসোকে ইনস্টাগ্রামে ডি মারিয়া বলেন, 'প্রিয়তমা, আমি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হতে যাচ্ছি। এটি লেখা হয়ে গেছে। আমি গোলও করব। কারণ এটি লেখা হয়ে গেছে, যেমনটি আমি মারাকানায় (কোপা আমেরিকার ফাইনালে), ওয়েম্বলিতে (ফিনালিসিমার ফাইনালে) গোল করেছিলাম। মাঠে যাও এবং কালকের ম্যাচ উপভোগ করো, কারণ আমরা চ্যাম্পিয়ন হতে যাচ্ছি।'
জর্জিলিনা জানান, ওই বার্তা পাওয়ার পর তিনি বলার মতো কিছু পাচ্ছিলেন না। তার শরীর যেন অবশ হয়ে যাচ্ছিল। কিন্তু ডি মারিয়া আত্মবিশ্বাসী ছিলেন, 'তোমাকে কিছুই বলতে হবে না, যাও এবং ফাইনাল উপভোগ করো— আমরাই জিতব। কারণ আমরা যে ২৬ জন এখানে আছি, তারা ও তাদের পরিবারের এটা প্রাপ্য।'
সূত্রঃ যুগান্তর অনলাইন