ঘটনাটা অতিরিক্ত সময়ের শেষ অর্ধের শেষ সময়ের দিকে। কিংসলে কোম্যানের কর্ণার কিক থেকে বল হেড করতে লাফিয়ে উঠেছিলেন ডাওট উপামেকানো। সেখানেই বিপত্তি! হেড দিলে পেছনে। এমবাপে সেখানে শট নেন, বল এসে লাগে আর্জেন্টিনা রক্ষণের তারকা মন্টিয়েলের হাতে। ডি বক্সে ফাউল করায় পেনাল্টি পায় ফ্রান্স। এমবাপে আনেন ৩-৩ গোলের সমতা।
সমস্যাটা সেখানেই। লুসেইল স্টেডিয়ামে সেই সময়ের আরও একটি ঘটনা এড়িয়ে গেছে রেফারি সাইমন মার্সিনিয়াকের চোখ। মন্টিয়েলের হ্যান্ডবল দেখলেও উপকানোর হ্যান্ড হওয়াটি দেখেনি তিনি। ভিডিও অ্যাঙ্গেল পর্যালোচনা করে সমর্থকরা অনেকেই দাবি করছেন, ভিএআর চেক করে যেখানে উপকানোকে লিগ্যাল বলা হয়েছে সেটি আসলে ফাউল। এবং সেটি হলে পাল্টে যেত ম্যাচের মোড়।
ম্যাচের সেই সময়ের ভিডিও সামনে এনে আর্জেন্টিনার অনেক সমর্থকরা দোষ চাপাচ্ছেন রেফারির ওপর। মন্টিয়েলের ফাউলে পেনাল্টি থেকেই ৩-৩ গোলের সমতায় আনেন এমবাপে। ফ্রান্স সমর্থকদেরও অভিযোগ আছে, মেসির দ্বিতীয় গোলটি তারা বাতিল বলছেন। কেননা গোল হওয়ার আগেই সাইড বেঞ্চে বসা কয়েকজন খেলোয়াড় মাঠে প্রবেশ করেছিলেন। যা নিয়মবহির্ভুত।
সূত্রঃ চ্যানেল আই অনলাইন