ক্লাবের মেসি আর আর্জেন্টিনার মেসি এক নন- এই অপবাদ সইতে হতো সাতবারের ব্যালন ডি’অরজয়ী তারকাকে। তবে কাতার বিশ্বকাপে মেসি দলকে জিতিয়েছেন বিশ্বকাপ, নিজেকেও নিয়ে গেছেন অন্য এক উচ্চতায়। দেখে নেওয়া যাক বিশ্বকাপে মেসির কীর্তিগুলো-
এক এবং অনন্য
শেষ ষোলো থেকে ফাইনাল পর্যন্ত নক আউটের টানা চার ম্যাচে গোল করা খেলোয়াড় একজনই। তিনি লিওনেল মেসি।
পেলেকে ছাড়িয়ে
বিশ্বকাপে পঞ্চম সর্বোচ্চ ১২ গোল ছিল পেলের। ফাইনালে জোড়া গোল করে মেসি ছাড়িয়ে গেছেন তাঁকে। মেসির গোল এখন ১৩টি।
সর্বোচ্চ ম্যাচ
পঞ্চম বিশ্বকাপ খেলা মেসি ম্যাচ খেলেছেন ২৬টি, যা সর্বোচ্চ। দ্বিতীয় সর্বোচ্চ ২৫ ম্যাচ খেলার রেকর্ড জার্মানির লোথার ম্যাথাউসের।
মিনিটেও সেরা
পাওলো মালদিনি খেলেছিলেন সবচেয়ে বেশি ২২১৭ মিনিট। ফাইনালের ২৪তম মিনিট শেষেই মালদিনিকে পেছনে ফেলেন মেসি।
গোলে অবদান
লিওনেল মেসির বিশ্বকাপ গোল ১৩টি আর অ্যাসিস্ট ৮টি। সব মিলিয়ে গোলে অবদান ২১টি, যা সর্বকালের সর্বোচ্চ।
গোল্ডেন বল
কাতারে গোল্ডেন বল জিতেছেন মেসি। জিতেছিলেন ২০১৪ সালেও। দুই বিশ্বকাপে গোল্ডেন বল জিতলেন একমাত্র তিনিই।
সেরাদের সেরা
ফাইনালেও ম্যাচসেরা হয়েছেন মেসি। সবমিলিয়ে এই বিশ্বকাপে ম্যাচসেরা হলেন পাঁচবার। এই কীর্তি একমাত্র মেসিরই।
সূত্রঃ কালের কন্ঠ অনলাইন