আর্জেন্টিনা বনাম ফ্রান্সের পরিসংখ্যানে কে এগিয়ে?

ফুটবল দুনিয়া December 17, 2022 533
আর্জেন্টিনা বনাম ফ্রান্সের পরিসংখ্যানে কে এগিয়ে?

ফাইনালে মুখোমুখি হবে ফুটবলের দুই পরাশক্তি আর্জেন্টিনা ও ফ্রান্স। দুই দলই দুইবার করে বিশ্বকাপ জিতেছে। এবার তারা লড়াইয়ে নামছে তৃতীয় শিরোপার জন্য। রবিবার রাত ৯টায় লুসাইল আইকনিক স্টেডিয়ামে শুরু হবে ফাইনাল ম্যাচটি। মাঠে নামার আগে ফরাসিদের বিপক্ষে অতীত পরিসংখ্যান সাহস জোগাতে পারে লিওনেল মেসিদের।


সব মিলিয়ে ফ্রান্স ও আর্জেন্টিনা পরস্পরের মুখোমুখি হয়েছে মোট ১২ বার। এর মধ্যে ছয়বারই জিতেছে আর্জেন্টিনা, ফ্রান্স জিতেছে মাত্র তিনটি ম্যাচে। বাকি তিনটি ম্যাচ ড্র হয়েছে। দুই দলের সর্বশেষ লড়াইয়ে অবশ্য শেষ হাসি হেসেছিল ফরাসিরা। ২০১৮ বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে কিলিয়ান এমবাপ্পে-আতোঁয়ান গ্রিজমানদের নৈপুণ্যে ফ্রান্স জিতেছিল ৪-৩ ব্যবধানে।


বিশ্বকাপে খেলা তিন ম্যাচের মধ্যে আর্জেন্টিনা জিতেছে দুইবার, ফ্রান্সের জয় একটি। ১৯৩০ বিশ্বকাপের পর ১৯৭৮ বিশ্বকাপেও ফ্রান্সকে হারায় আলবিসেলেস্তেরা। আর ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপে ফ্রান্সের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায়ে নেয় মেসির আর্জেন্টিনা।


সূত্রঃ কালের কন্ঠ অনলাইন