ফাইনালে ওঠার লড়াইয়ে কাতারের লুসাইল স্টেডিয়ামে নামবে আর্জেন্টিনা বনাম ক্রোয়েশিয়া। ক্রোয়েশিয়া অতীত রেকর্ড বিশ্লেষণ করে ভারতীয় গণমাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়ার দাবি, খেলার নির্ধারিত সময় ৯০ মিনিট অতিক্রম করে টাইব্রেকারে গেলে পরাজয় হতে পারে মেসির দলের।
গণমাধ্যমটি বলছে, এর আগে রাশিয়া বিশ্বকাপে নকআউট পর্বের দুটি ম্যাচে টাইব্রেকারে গিয়ে জয় পেয়েছে ক্রোয়েশিয়া। সেইসঙ্গে এবার জাপান ও ব্রাজিলের সঙ্গেও টাইব্রেকারে জিতেছে ক্রোয়েশিয়া। নির্ধারিত ৯০ মিনিটে বল ধরে রাখতে না পারলেও টাইব্রেকারে ভালো অবদান রাখতে পরে দলটি।
ইতিহাস বলছে, আর্জেন্টিনা ও ক্রোয়েশিয়া এখন পর্যন্ত মুখোমুখি হয়েছে ৫ ম্যাচে। যেখানে দুদলের জয়ই দুটি করে। একটি ম্যাচ ড্র হয়েছে। রাশিয়া বিশ্বকাপে নিজেদের সবশেষ ৩-০ গোলে জিতেছিল ইউরোপের দেশটি। পাঁচবারের সাক্ষাতে দুদলের মধ্যে সবচেয়ে বেশি গোল করেছে ক্রোয়েশিয়া। তাদের ৬ গোলের বিপরীতে আলবিসেলেস্তেদের গোল ৫টি।
সূত্রঃ যুগান্তর অনলাইন