বদলা নিতে চাওয়া আর্জেন্টিনাকে ভয় পাচ্ছেন ক্রোয়েশিয়ার কোচ

ফুটবল দুনিয়া December 12, 2022 445
বদলা নিতে চাওয়া আর্জেন্টিনাকে ভয় পাচ্ছেন ক্রোয়েশিয়ার কোচ

রাশিয়া বিশ্বকাপে ফ্রান্সের কাছে হেরে গিয়ে বিদায় নিয়েছিল আর্জেন্টিনা। তবে সেই ম্যাচ হারের আগে আরও একটা লজ্জার হার হজম করেছিল আলবেসেলেস্তেরা। চার বছর আগে লুকা মদ্রিচের বিরুদ্ধে ৩-০ ব্যবধানে হেরে গিয়েছিল লিওনেল মেসির দল।


চার বছর পর ফের একবার আর্জেন্টিনার সামনে ক্রোয়েশিয়া। আর এবার মঞ্চ সেমি-ফাইনাল। এমন একটা ম্যাচে লিওনেল স্কালোনির দল বদলার মেজাজে মাঠে নামবে। সেটা জানেন ক্রোয়েশিয়ার কোচ জাল্টকো দালিচ। এরমধ্যে আবার বাড়তি চাপের কারণ, মেসির সাম্প্রতিক ফর্ম। তাই বদলা নিতে চাওয়ায় আর্জেন্টিনাকে 'ভয়' পাচ্ছেন ক্রোয়েশিয়ার কোচ।


জাল্টকো দালিচ বলেন, 'আর্জন্টিনা গত বিশ্বকাপের বদলা নিতে চাইবে। আমরা সেটা ভালোভাবে জানি। গত কয়েকটি ম্যাচে আর্জেন্টিনা আক্রমণাত্মক মেজাজে খেলেছে। ওরা সেমি-ফাইনালেও সেই নীতি নিয়েই খেলবে। তাই আমরা আর্জেন্টিনাকে নিয়ে চিন্তিত।'


ব্রাজিলকে কাঁদানোর পর এবার আর্জেন্টিনার চোখে জল এনে দেওয়ার পালা। এই মেগা ম্যাচে যে 'এল এম টেন' সবচেয়ে বড় বাধা, সেটা জানেন দালিচ। তাই মেসির ফর্ম নিয়ে প্রশ্ন উঠতেই দালিচ বলেন, 'মেসিকে কীভাবে থামানো যায়, সেই দিকে বিশেষ নজর দিতে হবে। দলগত খেলায় ব্যক্তিগত নৈপুণ্য কাজ করে না। আমরা আগে কাউকে মার্কিং করিনি, এবারও তেমন কোনও ছক নেই।'


দালিচ আরও বলেন, তবে মেসিকে খেলার জন্য জায়গা কমিয়ে দিতে হবে। মেসি খুব বেশি দৌড়ায় না। বলের পিছনেও বেশি ছোটে না। মেসি সবসময় বলের জন্য অপেক্ষা করে। আর বল ওর পায়ে নেওয়ার পর মেসি কেমন পারফর্ম করে সেটা দুনিয়ার সবাই জানে। তাই আমাদের সাবধান থাকতে হবে। আমাদের ভালোভাবেই প্রস্তুত থাকতে হবে।'


ক্রোয়েশিয়ার কোচ বলেন, 'অতীতের তুলনায় এই আর্জেন্টিনা দলে মেসিকে রিটার্ন বল দেওয়ার ফুটবলার অনেক বেশি। ডি পল এবং লিওনার্দো পারেদেস মাঠের মাঝখানে গা জোয়ারি ফুটবল খেলেন। ডিফেন্সে নিকোলাস ওটামেন্ডি চোরাগুপ্তা ফাউল করতে ওস্তাদ। তাই আমাদের সতর্ক থাকতে হবে।'


সূত্রঃ অনলাইন