আগামী মঙ্গলবার রাতে আসরের প্রথম সেমিফাইনালে ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। লুসাইল স্টেডিয়ামে এ ম্যাচ পরিচালনার দায়িত্ব পড়েছে ইতালিয়ান রেফারি দানিয়েল ওরসাতোকে। রোববার এক বিবৃতিতে ফিফা নিশ্চিত এই তথ্য।
ভালো রেফারি হিসেবে বেশ সুনাম রয়েছে ওরসাতোর। ২০২০ সালে আইএফএফএইচএস থেকে বর্ষসেরা রেফারির খেতাব পাওয়া ওরসাতোর এবারের বিশ্বকাপ ফাইনাল পরিচালনারও সম্ভাবনা রয়েছে। সম্ভাব্য রেফারির তালিকাতেও তার নাম রয়েছে।
যদিও কাতার বিশ্বকাপের দ্বিতীয় পর্ব এবং কোয়ার্টার ফাইনালের কোনো ম্যাচেই তাকে দেখা যায়নি। তবে বিশ্বকাপের কাতার এবং ইকুয়েডরের মধ্যকার উদ্বোধনী ম্যাচে তিনি রেফারি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও গ্রুপ পর্বে আর্জেন্টিনার মেক্সিকোর বিপক্ষে ২-০ গোলের জয়ের ম্যাচেও রেফারি হিসেবে ছিলেন তিনি।
দানিয়েল ওরসাতোর সঙ্গে সহকারী রেফারির দায়িত্বে থাকবেন চিরো কারবোন এবং আলেসান্দ্রো জিয়ালাতিনি। এদিকে ভিডিও অ্যাসিস্টেন্ট রেফারির দায়িত্বে থাকবেন ইতালিরই মাসিমিলানো ইরাতি।
সূত্রঃ চ্যানেল২৪