ভারতের বিপক্ষে সিরিজ শুরুর আগে বাংলাদেশ শিবিরে দুঃসংবাদ। পেসার তাসকিন আহমেদ প্রথম ওয়ানডে থেকে ছিটকে গেছেন। শঙ্কা আছে অধিনায়ক তামিম ইকবালকে নিয়েও।
দীর্ঘ দিন ধরেই পিঠের চোটের সাথে লড়ছেন তাসকিন। সদ্য সমাপ্ত বিসিএলে মাত্র এক রাউন্ড খেলতে পেরেছেন বিসিবি নর্থ জোনের হয়। এই চোটের কারণেই ইতোমধ্যে ভারত সিরিজ সামনে রেখে শুরু হওয়া বাংলাদেশ দলের অনুশীলনে নেই তিনি।
বিসিবি সূত্র মতে ব্যথা উপশমের জন্য ইনজেকশন নিয়েছেন তাসকিন। তবে প্রথম ওয়ানডেতো বটেই পুরো সিরিজেই তাকে পাওয়া নিয়ে আছে শঙ্কা। তার বদলি হিসেবে অন্তর্ভুক্ত হতে পারেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম।
অন্যদিকে কাপ্তান তামিমকে নিয়ে শঙ্কা তৈরি হয়েছে গতকালকের ক্লোজ ডোর অনুশীলন ম্যাচে পাওয়া চোটের জন্য। নিজেদের মধ্যে ভাগ হয়ে খেলা ম্যাচে তামিম হাঁকিয়েছেন সেঞ্চুরি। ৯৫ বলে ১১ চার ৩ ছক্কায় ১০১ রান করে হয়েছেন রান আউট।
এই ম্যাচেই হাঁটুতে চোট পেয়েছেন তামিম। করা হয়েছে স্ক্যানও। স্ক্যান রিপোর্ট হাতে পাওয়ার পরই তার সর্বশেষ অবস্থা জানা যাবে বলছে বিসিবির মেডিকেল বিভাগ।
সূত্রঃ ক্রিকেট৯৭