লুসেইল স্টেডিয়ামে গ্রুপপর্বের ম্যাচটিতে পূর্ণ পয়েন্ট তুলে মেসি আবারও শুনিয়েছেন শিরোপা জয়ের স্বপ্নের কথা। কাতারে টিকে থাকার ও পুরনো ভুলের কথাও টেনেছেন। সঙ্গে ক্ষোভ ঝেড়েছেন নিজের ফিটনেস ইস্যুতে উড়ো খবরের।
মেক্সিকোকে হারানোর পর মেসি বলেছেন, ‘জয়টি খুব প্রয়োজন ছিল। এমন উচ্ছ্বাস আমাদের দরকার ছিল। সেই উচ্ছ্বাসে আবার গা ভাসাচ্ছেন না মেসি। গ্রুপপর্বের শেষ ম্যাচে পোল্যান্ডের চ্যালেঞ্জ নেয়ার আগে বলেছেন, ‘আমরা স্বস্তিতে নেই।
এখনও সেই পরিস্থিতির মাঝ দিয়ে যেতে হচ্ছে। সবকিছু এমন পরিস্থিতিতে এনেছি আমরাই। আর ভুল করব না। সমর্থকরা জানতেন আমরা এভাবে ফিরে আসব। আমরা এক হয়ে থাকতে পারলে অনেক ভালো কিছুও অর্জন করতে পারি।’
কদিন ধরে মেসির অনুশীলন ও চোটের খবর জানিয়ে আসছিল ইউরোপের সংবাদমাধ্যমগুলো। সেসব ভুয়া জানিয়ে তিনি বলেছেন পুরো ফিট আছেন, ‘জানি না মানুষ কেনো এক ফিটনেস নিয়ে কথা বলেন। কদিন আগে আমার গোড়ালির চোট নিয়ে কথা উঠেছিল। আমার পায়ে এমন কোনো চোটই নেই।’
সূত্রঃ চ্যানেল আই অনলাইন