দেখে নিন আর্জেন্টিনা বনাম মেক্সিকোর পরিসংখ্যান

ফুটবল দুনিয়া November 26, 2022 934
দেখে নিন আর্জেন্টিনা বনাম মেক্সিকোর পরিসংখ্যান

বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ লিওনেল মেসিরা নামছেন মেক্সিকোর বিপক্ষে। লুসাইল স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে ম্যাচটি। মেক্সিকোর সঙ্গে মুখোমুখি হওয়ার আগে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি জয়ের বিকল্প কিছু ভাবতে পারছেন না, ‘আমরা মেক্সিকো ম্যাচ নিয়ে ভাবছি।


এটা সম্পূর্ণ আলাদা ম্যাচ, যদিও আমাদের খেলার ধরনে কোনো পরিবর্তন আসবে না। আমরা একইভাবে এই ম্যাচটা খেলতে নামছি, যেখানে জয় ছাড়া অন্য কিছু ভাবার সুযোগ নেই আমাদের। ’


আর্জেন্টাইন কোচ আরো বলেন, ‘হারটি (সৌদি আরবের বিপক্ষে) অবশ্যই বড় ধাক্কা দিয়েছে। মেক্সিকোর ম্যাচের কথা ভেবেই আমরা দলে পরিবর্তন আনব, তবে খেলার স্টাইলে কোনো পরিবর্তন আসবে না। অবশ্য খেলায় কিছু বৈচিত্র্য যোগ হতে পারে, সেটা চূড়ান্ত হবে শেষ ট্রেনিং সেশনে। ’


পরিসংখ্যান অবশ্য আর্জেন্টিনার পক্ষে রয়েছে। এখন পর্যন্ত ৩৫ বার মুখোমুখি হয়েছে দুদল। ১৬ বার জিতেছে আর্জেন্টিনা। মেক্সিকোর জয় ৫টি, বাকি ১৪টি ম্যাচ ড্র হয়েছে।


১৯৩০ সালের প্রথম বিশ্বকাপেই প্রথমবার দেখা হয়েছিল আর্জেন্টিনা-মেক্সিকোর। এরপর আরো দুইবার মুখোমুখি হয় তারা। বিশ্বকাপে দুই দলের মুখোমুখি লড়াইয়ের তিন ম্যাচেই জিতেছে আর্জেন্টিনা। ২০০৪ সালের জুলাইয়ের পর মেক্সিকোর কাছে হারেনি আলবিসেলেস্তেরা।


সূত্রঃ কালের কন্ঠ অনলাইন