যে কারনে মসজিদে প্রার্থনায় গেলেন ব্রাজিল কোচ তিতে

ফুটবল দুনিয়া November 24, 2022 584
যে কারনে মসজিদে প্রার্থনায় গেলেন ব্রাজিল কোচ তিতে

ব্রাজিল জাতীয় ফুটবল দলের কোচ তিতের একটি অলিখিত নিয়ম রয়েছে, কোথাও গেলে তিনি সেখানকার নামকরা ধর্মীয় স্থাপনা খোঁজেন। সেই স্থাপনায় গিয়ে প্রার্থনা করেন দলের জন্য, দলের সাফল্যের জন্য।


লাতিন আমেরিকার অন্যতম ফুটবল পরাশক্তির দেশটি নিজেদের হেক্সা মিশনে কাতারে অনুষ্ঠেয় ফিফা বিশ্বকাপের ২২তম আসরে গেছে। যেখানে নেইমার-রিচার্লিসনদের কোচ তিতে এবার দলের সাফল্য কামনায় গেলেন মসজিদে!


বুধবার (২৩ নভেম্বর) ব্রাজিলের স্থানীয় গণমাধ্যম ‘গ্লোবো স্পোর্ত’ ব্রাজিল কোচের মসজিদে যাওয়ার খবরটি এক প্রতিবেদনে জানিয়েছে। ওই প্রতিবেদনে আরবের ঐতিহ্যবাহী সাদা আলখাল্লা পরিহিত কাতারি এক কর্মকর্তার সঙ্গে তিতের একটি ছবিও দিয়েছে তারা।


প্রতিবেদনে বলা হয়েছে, মাত্র ১০ মিনিট মসজিদে ছিলেন তিতে। এ সময় তার সঙ্গে নিরাপত্তা কর্মকর্তা ছাড়াও অন্যান্য কয়েকজন কর্মকর্তা ছিলেন। তবে মসজিদে যাওয়ার উদ্দেশ্য নিয়ে কিছু বলেননি সেলেসাও কোচ।


সূত্র: আরটিভি অনলাইন