মেক্সিকো-পোল্যান্ড ম্যাচ ড্র হওয়ায় যে ক্ষতি হলো আর্জেন্টিনার

ফুটবল দুনিয়া November 23, 2022 5,619
মেক্সিকো-পোল্যান্ড ম্যাচ ড্র হওয়ায় যে ক্ষতি হলো আর্জেন্টিনার

২০২২ বিশ্বকাপে ফিরে ফিরে আসছে বিশ বছরের পুরোনো ভূত। সেবারের মতো এবারও র‍্যাঙ্কিংয়ের তৃতীয় স্থানে থাকা আর্জেন্টিনা বিশ্বকাপের বড় দাবিদার। লিওনেল মেসির শেষ বিশ্বকাপ বলে এমনিতেই একটু বেশি প্রত্যাশা তাদের কাছে। কিন্তু কাতারে নিজেদের প্রথম ম্যাচেই দুর্বল সৌদি আরবের বিপক্ষে ২-১ গোলের ব্যবধানে হেরে গেছে তারা।


গ্রুপ 'সি'-তে সবচেয়ে দুর্বল ধরা হচ্ছিল র‍্যাঙ্কিংয়ের ৫১ নম্বরে থাকা সৌদি আরবকেই। তাদের বিপক্ষে হারে ব্যাকফুটে আকাশি-সাদারা। বিপদ আরও বেড়েছে দিনের আরেক খেলায় পোল্যান্ড-মেক্সিকো ড্র করায়। পরের দুই ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ এই দুদলই।


প্রথম ম্যাচে আর্জেন্টিনাকে হারিয়ে ৩ পয়েন্ট নিয়ে গ্রুপে শীর্ষে অবস্থান করছে সৌদি আরব। পরের দুই ম্যাচের একটিতে জয় পেলেই মোটামুটি দ্বিতীয় রাউন্ড নিশ্চিত হয়ে যাবে তাদের। তবে আর্জেন্টিনার হারের পর বাকি দুই দল নিশ্চয়ই আগের চেয়ে বেশি সতর্ক হয়েই নামবে তাদের বিপক্ষে। তাই এই দুই ম্যাচে তাদের জয় পাওয়ার সম্ভাবনা কমই। হয়তো বাকি দুই ম্যাচে যথাসম্ভব বেশি পয়েন্ট সংগ্রহ করার দিকেই থাকবে তাদের নজর।


পোল্যান্ড ও মেক্সিকো উভয় দলেরই সংগ্রহ ১ পয়েন্ট করে। মেক্সিকোর পরের ম্যাচের প্রতিপক্ষ আর্জেন্টিনা। এই ম্যাচে ড্র করলেও লড়াইয়ে টিকে থাকবে দলটা। অন্যদিকে আর্জেন্টিনার জন্য জয় ছাড়া দ্বিতীয় কোনো পথ খোলা থাকছে না। পরের দুই ম্যাচেই আর্জেন্টিনা জয় পেলে তাদের সংগ্রহ দাঁড়াবে ৬ পয়েন্ট। সে ক্ষেত্রে নিশ্চিন্তে দ্বিতীয় রাউন্ডে পা রাখবে আর্জেন্টিনা। অন্যদিকে মেক্সিকো বাকি দুই ম্যাচেই জয় পেলে পয়েন্ট দাঁড়াবে ৭। একই হিসাব পোল্যান্ডের ক্ষেত্রেও।


কিন্তু আর্জেন্টিনার বিপক্ষে যদি হেরে যায় ও সৌদি আরবের সঙ্গে জিতে যায় তবে তাদের পয়েন্ট দাঁড়াচ্ছে ৪। সে ক্ষেত্রেও তাদের সুযোগ থাকতে পারে পরের রাউন্ডে যাওয়ার যদি পোল্যান্ডও পরের দুই ম্যাচের একটিতে হারে ও অপরটিতে ড্র করে। সে ক্ষেত্রে গোল ব্যবধান বা মুখোমুখি লড়াইয়ের ফলের ওপর নির্ভর করবে পরের রাউন্ড। তবে পোল্যান্ড-মেক্সিকো পরের দুই ম্যাচে একটি করে ড্র ও জয় পেলেও আর্জেন্টিনাকে জয় পেতে হবে বাকি দুই ম্যাচেই।


সমীকরণ আছে আরও। আর্জেন্টিনা যদি বাকি দুই ম্যাচের একটিও না জেতে, তবে গ্রুপের বাকি তিন দলও আর কোনো ম্যাচ না জিতেই পরের রাউন্ডে যেতে পারবে। সে ক্ষেত্রে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হবে সৌদি আরব। পোল্যান্ড ও মেক্সিকো উভয়েরই পয়েন্ট হবে ৩। সে ক্ষেত্রে বাকি সব হিসাব-নিকাশের পর এই দুই দলের কেউ হবে গ্রুপ রানার্স আপ। ২ পয়েন্ট নিয়ে গ্রুপপর্ব থেকে বিদায় নিশ্চিত হবে আর্জেন্টিনার।


সূত্রঃ সময় টিভি অনলাইন