শ্রীরামকে আরও বেশি সময়ের জন্য চান অধিনায়ক সাকিব

ক্রিকেট দুনিয়া November 1, 2022 394
শ্রীরামকে আরও বেশি সময়ের জন্য চান অধিনায়ক সাকিব

বাংলাদেশ দলের নতুন টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরন শ্রীরামের মেয়াদ শেষ হচ্ছে বিশ্বকাপ দিয়ে। তবে দলের অধিনায়ক সাকিব আল হাসান চান এই ভারতীয় টাইগারদের সাথে কাজ চালিয়ে যাক। সর্বশেষ এশিয়া কাপের আগে নতুন মোড়কে শ্রীরামকে বাংলাদেশে আনে বিসিবি।


তিন ফরম্যাটের প্রধান কোচ রাসেল ডোমিঙ্গোকে শুধু ওয়ানডে ও টেস্টে মনযোগী করতে শ্রীরামকে টি-টোয়েন্টির জন্য নিয়োগ দেওয়া হয়। সরাসরি প্রধান কোচ না বলা হলেও যেহেতু ডোমিঙ্গো টি-টোয়েন্টি দলের অংশ হচ্ছেন না, তাই শ্রীরামই টেকনিক্যাল কনসালটেন্টের আড়ালে মূল ভূমিকায়।


এদিকে আগামীকাল ২ নভেম্বর অ্যাডিলেডে ভারতের বিপক্ষে ম্যাচের আগে আজ সংবাদ সম্মেলনে সাকিব বলেন, ‘আমি মনে করি সে বেশ ভালোভাবে তার কাজ শেষ করেছে এখানের আসার পর থেকে। তার কিছু নির্দিষ্ট পরিকল্পনা আছে যা নিয়ে সে কাজ করতে চেয়েছে। ছেলেদের সাথে তার সম্পর্কও ভালো।’


সাকিব আরও বলেন, ‘যেভাবে সে কথা বলে তা ছেলেদের কাছে ভালো লাগে। তার অধীনে আমরা কয়টা ম্যাচ খেললাম, আমি জানি না…হয়তো তিন, চার, পাঁচ, ছয়টা ম্যাচ। এই অল্প সময়ে আমি মনে করি সে তার কাজটা ভালোভাবে করেছে এরকম একটা তরুণ দল নিয়ে। আমি আশা করি সে বাংলাদেশের হয়ে চালিয়ে যাবে।’