শ্বাসরুদ্ধকর শেষ ওভারে জিম্বাবুয়েকে হারালো বাংলাদেশ

ক্রিকেট দুনিয়া October 30, 2022 437
শ্বাসরুদ্ধকর শেষ ওভারে জিম্বাবুয়েকে হারালো বাংলাদেশ

শান্তর ক্যারিয়ার সেরা ইনিংসের পর বল হাতে তাসকিন-মোস্তাফিজের ঝলক। দেড়শ রানের সংগ্রহের পর বোলিংয়ে দুর্দান্ত খেললো টাইগাররা। বিপরীতে ব্যাট হাতে শেন উইলিয়ামস প্রতিরোধ গড়ে তুললেও দলের জয় নিশ্চিত করতে পারেননি। শ্বাসরুদ্ধ শেষ ওভারে জয় তুলে নেয় বাংলাদেশ।


শেষ ওভারে লাগতো ১৬ রান। প্রথম বলে রায়ান বার্ল একটি রান নেন লেগ বাই থেকে। দ্বিতীয় বলে ব্র্র্যাড ইভান্সকে আফিফ হোসেনের ক্যাচ বানান মোসাদ্দেক হোসেন। নতুন ব্যাটসম্যান রিচার্ড এনগারাভার হাতে লেগে চার। চতুর্থ বলে ছয় মারেন তিনি। শেষ দুই বলে লাগতো ৫ রান। পঞ্চম বলে স্টাম্পিং হন এনগারাভা। ব্লেসিং মুজারাবানি স্ট্রাইকে ছিলেন, তিনিও ছয় মারতে গিয়ে স্টাম্পিং হন।


৪ রানের জয় নিশ্চিত করে মাঠ থেকে উঠে যান খেলোয়াড়রা। কিন্তু ভিডিও রিপ্লেতে দেখা যায় বল স্টাম্প পেরোনোর আগেই নুরুল হাসান সোহান বল ধরে স্টাম্পিং করেন, যা আইসিসির আইন অনুযায়ী নো বল। উদযাপন করতে করতে মাঠ ছাড়া বাংলাদেশকে আবার মাঠে নামতে হয়। শেষ বলে লাগতো ৪ রান। এবার ব্যাটই ছোঁয়াতে পারেননি মুজারাবানি। ৩ রানে জয় পায় বাংলাদেশ।


রোববার (৩০ অক্টোবর) বিসব্রেন টস জিতে প্রথমে ব্যাট করে নাজমুল হাসান শান্তর ৭১ রানের সুবাদে ১৫০ রানের সংগ্রহ গড়ে বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ১৪৭ রান করে জিম্বাবুয়ে। নাটকীয় ও শ্বাসরুদ্ধকর শেষ ওভারে ৩ রানে জয় পায় বাংলাদেশ।


জিম্বাবুয়ের বিপক্ষে এ জয়ে ৩ ম্যাচে দুই জয়ে ৪ পয়েন্টি নিয়ে টেবিলে দ্বিতীয় স্থানে উঠে গেল বাংলাদেশ। একই সাথে সেমি-ফাইনালের পথে বেশ ভালোভােবেই টিকে রইলো টাইগাররা।