জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

ক্রিকেট দুনিয়া October 29, 2022 499
জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

সিডনির ব্যর্থতা কাঁধে নিয়ে বাংলাদেশ দল এখন ব্রিসবেনে। শুক্রবার বাংলাদেশ সময় সকাল ১০টায় ব্রিসবেনে পৌঁছেন সাকিব, তাসকিনরা। ৩০ অক্টোবর ব্রিসবেনে নিজেদের তৃতীয় ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা।


বাংলাদেশ পয়েন্ট টেবিলে চতুর্থ স্থানে। জিম্বাবুয়ের বিপক্ষে জিতলে তাদের টপকে তৃতীয় স্থানে উঠে যাবেন সাকিবরা। পরের ম্যাচে দক্ষিণ আফ্রিকা ভারতের কাছে হারলে জায়গা করে নিতে পারে শীর্ষ দুইয়েও।


অন্যদিকে পাকিস্তানকে হারিয়ে পয়েন্ট টেবিলে বাংলাদেশের উপরে জিম্বাবুয়ে। সাকিবদের চোখ রাঙানি দিচ্ছেন সিকান্দার রাজা, ক্রেইগ আরভিনরা।


সেক্ষেত্রে জিম্বাবুয়ের বিপক্ষে কেমন হবে বাংলাদেশ একাদশ? ওপেনিংয়ের দায়িত্ব কোন দুই ব্যাটারের হাতে থাকবে? মেকশিফট ওপেনারের পরিকল্পনা থেকে বের হয়ে আসছেন কি শ্রীধরন শ্রীরাম?


শ্রীরামের চোখে, সৌম্য সরকার ও নাজমুল হোসেন শান্তই এ মুহূর্তে সেরা ওপেনার। তার দাবি, সৌম্য-শান্ত ওপেনিং জুটিটা ‘জমে গেছে’।এর মানে ব্রিসবেনের গ্যাবায়ে রোববার সৌম্য সরকার ও নাজমুল হোসেন শান্ত থাকছেন।


নির্ধারিতভাবেই লিটন দাস, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত থাকছেন। পেস আক্রমণে তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমানের সঙ্গে হাসান মাহমুদ থাকছেন। তবে গ্যাবার পেস উইকেট এর কারনে এদিন একাদশে সুযোগ পেতে পারে এবাদত হোসেনও।


জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ-


সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, সাকিব আল হাসান, আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান (উইকেটরক্ষক), মোসাদ্দেক হোসেন সৈকত, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান, এবাদত হোসেন।


সূত্রঃ স্পোর্টসজোন২৪