ক্রীড়া আদালতে আর্জেন্টিনা, ম্যাচ নিয়ে ফের অনিশ্চয়তা!

ফুটবল দুনিয়া July 15, 2022 4,801
ক্রীড়া আদালতে আর্জেন্টিনা, ম্যাচ নিয়ে ফের অনিশ্চয়তা!

স্থগিত হয়ে যাওয়া বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচটি দুই দলের কেউই খেলতে আগ্রহী না। তবে শর্তসাপেক্ষে ব্রাজিলের সুর একটু নরম হলেও আর্জেন্টিনা তাদের সিদ্ধান্তে অনড়।


এমনকি সর্বোচ্চ ক্রীড়া আদালতে (সিএএস) ম্যাচটি না খেলার জন্য আবেদনও করেছে আর্জেন্টিনা। ফলে ফিফা সেপ্টেম্বরে ম্যাচটি খেলার নির্দেশ দিলেও আদালতের রায় আসা পর্যন্ত সেটা সম্ভব না।


দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাই পর্ব শেষ হয়েছে অনেক আগেই। আর্জেন্টিনা ও ব্রাজিল দুই দলই অপরাজিত থেকে বিশ্বকাপ নিশ্চিত করেছে। ৪৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় ব্রাজিল যেখানে প্রথম, ৩৯ পয়েন্ট পয়েন্ট নিয়ে আর্জেন্টিনা সেখান দ্বিতীয়। তৃতীয় স্থানে থাকা উরুরগুয়ের পয়েন্ট ২৮।


এই ম্যাচের রেজাল্ট কোথাও কোনো প্রভাব ফেলবে না। দল দু’টির জন্য এই ম্যাচ থেকে পাওয়ার তো কিছুই নেই বরং হারানোর আছে অনেক কিছু! শেষ কবে আর্জেন্টিনা-ব্রাজিলের ম্যাচ এরকম নিরুত্তাপ ছিল মনে করা মুশকিল!


সূত্রঃ স্পোর্টসমেইল২৪