মেসি-নেইমারদের নতুন কোচের নাম ঘোষণা করল পিএসজি

ফুটবল দুনিয়া July 6, 2022 1,232
মেসি-নেইমারদের নতুন কোচের নাম ঘোষণা করল পিএসজি

আগেই গুঞ্জন ওঠে কোচ মরিসিও পচেত্তিনোকে ছাঁটাই করতে চলেছে পিএসজি। অবশেষে সেটিই সত্যি হলো। চুক্তির মেয়াদ আরও এক বছর বাকি থাকলেও আর্জেন্টাইন কোচকে বিদায় করার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে ফরাসি জয়ান্টরা। মঙ্গলবার (৫ জুলাই) এক বিবৃতিতে তথ্যটি নিশ্চিত করেছে তারা।


একইদিন নতুন কোচকেও আনুষ্ঠানিকভাবে পরিচয় করে দেওয়া হয়েছে। এই মৌসুমে মেসি-নেইমারদের ডাকআউটে দেখা যাবে লিগ ওয়ানের ক্লাব নিসের সাবেক কোচ ক্রিস্তফ গালতিয়েকে। ২০২৪ সালের জুন পর্যন্ত ২ বছরের চুক্তি হয়েছে নতুন কোচের সঙ্গে।


মাত্র ১৮ মাস পিএসজির ম্যানেজারের দায়িত্ব পালন করেছেন পচেত্তিনো। দলটিকে তিনি ২০২০ সালে ফরাসি সুপার কাপ, ২০২০-২১ মৌসুমে ফরাসি কাপ এবং সদ্য শেষ হওয়া মৌসুমে লিগ কাপের শিরোপা জেতাতে সহায়তা করেন। তার অধীনে ৮৪টি প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছে পিএসজি।


তবু, তার প্রতি সন্তুষ্ট হতে পারেননি পিএসজির কাতারি মালিক নাসের আল খেলাাইফি। মূলত চ্যাম্পিয়নস লিগে দলটির ব্যর্থতাই পচেত্তিনোর বিদায়ের অন্যতম কারণ বলে মনে করছেন ফুটবল বিশেষজ্ঞরা। - স্পোর্টসজোন২৪