বিশ্বের সবচেয়ে বড় আন্তর্জাতিক আসর হলো ফুটবল বিশ্বকাপ। উরুগুয়েতে ১৯৩০ সালে প্রথম বিশ্বকাপ আয়োজিত হয়। সেই থেকে সারা বিশ্বের ফুটবলপ্রেমীরা অধির আগ্রহে অপেক্ষায় থাকে চার বছর পর পর এই বিশ্ব আসর উপভোগ করার জন্য।
১৯৪২ আর ১৯৪৬ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে মাঠে গড়ায়নি বিশ্বকাপ। তার মানে সেই থেকে বিশ্বকাপের ২১টি আসর মাঠে গড়িয়েছে। এবছর ২০২২ সালে কাতারে বসবে বিশ্বকাপের ২২তম আসর।
এখন পর্যন্ত ফুটবল বিশ্বকাপের শিরোপা জিতেছে মাত্র ৮ টি দেশ। এর মধ্যে আবার ৬টি দেশের একাধিকবার বিশ্বকাপ জেতার কীর্তি রয়েছে। এই দেশগুলো হলো, ব্রাজিল (৫ বার), জার্মানি (৪ বার), ইতালি (৪ বার), আর্জেন্টিনা (২ বার), উরুগুয়ে (২ বার) আর ফ্রান্স (২ বার)। এছাড়া একবার করে বিশ্বকাপ জিতেছে ইংল্যান্ড, স্পেন।
ব্রাজিল – ১৯৫৮, ১৯৬২, ১৯৭০, ১৯৯৪ ও ২০০২ সালে।
জার্মানি – ১৯৫৪, ১৯৭৪, ১৯৯০ এবং ২০১৪ সালে।
ইতালি- ১৯৩৪, ১৯৩৮, ১৯৮২ ও ২০০৬ সালে।
আর্জেন্টিনা- ১৯৭৮ ও ১৯৮৬ সালে।
উরুগুয়ে – ১৯৩০ ও ১৯৫০ সালে।
ফ্রান্স – ১৯৯৮ ও ২০১৮ সালে।
ইংল্যান্ড – ১৯৬৬ আর স্পেন ২০১০ সালে।
সূত্রঃ স্পোর্টসজোন২৪