আগামী ২১ নভেম্বর বাংলাদেশ সময় বিকেল ৪টায় কাতারের আল থুমামা স্টেডিয়ামে সেনেগাল ও নেদারল্যান্ডসের ম্যাচ দিয়ে পর্দা উঠবে বিশ্ব ফুটবলের ২২তম আসরের। আর আগামী ১৮ ডিসেম্বর বাংলাদেশ সময় রাত ৯টায় কাতারের লুসাইল স্টেডিয়ামে ফাইনালের মধ্যদিয়ে পর্দা নামবে কাতার বিশ্বকাপের।
সেদিনই ২০২৬ বিশ্বকাপের মশাল তুলে দেয়া হবে স্বাগতিক দেশগুলোকে। ২০২৬ বিশ্বকাপের আসরটি যৌথভাবে আয়োজন করবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো।
২১ নভেম্বর বিশ্বকাপের আসর শুরু হলেও ল্যাতিন আমেরিকার দেশ ব্রাজিল মাঠে নামবে ২৪ নভেম্বর। এদিন কাতারের লুসাইল স্টেডিয়ামে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের প্রতিপক্ষ সার্বিয়া। ম্যাচটি অনুষ্ঠিত হবে রাত ১ টায়।
এবারের বিশ্বকাপে নেইমারের দল পড়েছে জি গ্রুপ। এই গ্রুপে ব্রাজিলের প্রতিপক্ষ সুইজারল্যান্ড, সার্বিয়া ও ক্যামেরুন।