মেসির পাঁচ গোলে এস্তোনিয়াকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

ফুটবল দুনিয়া June 6, 2022 617
মেসির পাঁচ গোলে এস্তোনিয়াকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

আগের ম্যাচে ইতালিকে হারিয়ে অর্জন করেছিলেন ফাইনালিসিমা। এবার ইউরোপের আরেক দল এস্তোনিয়ার বিপক্ষে একাই ৫ গোল করে দলকে এন দিলেন ৫-০ গোলের বড় জয়।


মেসি এর আগে পেশাদার ক্যারিয়ারে আর একবারই এক ম্যাচে ৫ গোল করেছিলেন। ২০১২ সালের সেই ম্যাচে বার্সেলোনার জার্সিতে লেভারকুসেনের বিপক্ষে ৫ গোল করেছিলেন মেসি। চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর ম্যাচ ছিল সেটি।


স্পেনের প্যাম্পলোনার এল সাদার স্টেডিয়ামে ফিফা প্রীতি ম্যাচটিতে এস্তোনিয়াকে নিয়ে রীতিমতো ছেলেখেলাই করেছে আর্জেন্টিনা। শুরুতেই পেনাল্টি থেকে গোলের পর প্রথমার্ধের বিরতির ঠিক আগে ওপেন প্লে থেকেও বল জালে জড়িয়েছেন মেসি।


হ্যাটট্রিকের বাকি কাজ সাড়তে বিরতির পর মাত্র দুই মিনিট সময় নিয়েছেন লিওনেল মেসি। সবমিলিয়ে মাত্র ৪৭ মিনিটেই হ্যাটট্রিক তুলে নিলেন আর্জেন্টাইন সুপারস্টার। এরপর ৭১ ও ৭৬ মিনিটে আরও দুই গোল করে নিজের ও দলের পঞ্চম গোল পূর্ণ করেন মেসি।


গোটা ম্যাচে ৭৯ ভাগ বল দখল ও প্রতিপক্ষের পোস্টে ২৪টি শট নেয় আর্জেন্টিনা। চারটি শট নিতে সক্ষম হয় এস্তোনিয়া।


সূত্রঃ যুগান্তর অনলাইন / যমুনা টিভি অনলাইন