রেকর্ড ১৪ বারের মতো চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতলো রিয়াল

ফুটবল দুনিয়া May 29, 2022 400
রেকর্ড ১৪ বারের মতো চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতলো রিয়াল

আবারও উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতলো রিয়াল মাদ্রিদ। আচমকা এক প্রতি আক্রমণে ম্যাচের গতিপথ নির্ধারণ করে দিলেন ভিনিসিয়াস জুনিয়র। সেই এক গোলের সুবাদেই রেকর্ড ১৪তম বারের মতো ইউরোপের শ্রেষ্ঠত্ব নিজেদের করে নিলো লস ব্ল্যাংকসরা।


ফ্রান্সের রাজধানী প্যারিসের স্তাদে দি ফ্রান্সে শনিবার রাতের ফাইনালে ১-০ গোলে জিতে রেকর্ড ১৪তম বারের মতো চ্যাম্পিয়ন্স লিগ জিতলো মাদ্রিদের দলটি।


প্যারিসের মাটিতে অনুষ্ঠিত এই ম্যাচের অধিকাংশ সময়টাই ভালো খেলেছে লিভারপুল। অনেকগুলো গোলের সুযোগও তৈরি করেছিল তারা। অনেকগুলো শটও নিয়েছিল। কিন্ত কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি অল রেডরা।


রিয়াল মাদ্রিদের পক্ষে ম্যাচের একমাত্র গোলটি করেন ব্রাজিলিয়ান তরুণ তুর্কি ভিনিসিয়াস জুনিয়র। ম্যাচের ৫৯ মিনিটে এক আক্রমণে ফ্রেডরিকো ভালভার্দের পাস থেকে গোল করেন ভিনিসিয়াস জুনিয়র। তার গোলেই নির্ধারিত হয়ে যায় ম্যাচের ভাগ্য। শেষ হাসি হাসে রিয়াল মাদ্রিদ।


সূত্রঃ অনলাইন