আগামী ১ জুন কোপা আমেরিকাজয়ী আর্জেন্টিনা ও ইউরোজয়ী ইতালি মুখোমুখি হবে। ম্যাচের ভেন্যু লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়াম। ম্যাচটার একটা নামও আছে-ফাইনালিসিমা। সেই ম্যাচটির জন্য ৩৫ সদস্যের বড় স্কোয়াড ঘোষণা করেছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।
লিওনেল মেসির নেতৃত্বাধীন স্কোয়াডে প্রথমবারের মতো জায়গা পেয়েছেন নেদারল্যান্ডের ক্লাব ফিয়েনুর্দের ডিফেন্ডার মার্কোস সেনেসির। গুঞ্জন ছিলো এই ডিফেন্ডারকে দলে চায় ইতালিও। যদিও সেনেসির ব্যক্তিগত পছন্দ আর্জেন্টিনাই।
এছাড়া ইনজুরি আক্রান্ত হলেও স্কোয়াডে রয়েছেন আর্জেন্টাইন রক্ষণভাগের অন্যতম সেরা অস্ত্র ক্রিস্টিয়ান রোমেরো। ইনজুরি থেকে সেরে উঠার পর্যায়ে থাকা প্যারেদেসকেও দলে রেখেছেন স্কালোনি।
• একনজরে আর্জেন্টিনা স্কোয়াড
গোলরক্ষক
এমিলিয়ানো মার্টিনেজ (অ্যাস্টন ভিলা)
হুয়ান মুসো (আটালান্টা)
জেরোনিমো রুলি (ভিয়ারিয়াল)
ফ্রাঙ্কো আর্মানি (রিভার প্লেট)
রক্ষণভাগ
গঞ্জালো মন্টিয়েল (সেভিয়া)
নাহুয়েল মলিনা (উদিনেসে)
হুয়ান ফয়েথ (ভিয়ারিয়াল)
লুকাস মার্টিনেজ কুয়ার্তা (ফিওরেন্টিনা)
ক্রিস্টিয়ান রোমেরো (টটেনহ্যাম)
মার্কোস সেনেসি (ফিয়েনুর্দ)
জার্মান পেজেল্লা (রিয়াল বেটিস)
লিসান্দ্র মার্টিনেজ (আয়াক্স)
নিকোলাস ট্যাগলিয়াফিকো (আয়াক্স)
নিকোলাস ওটামেন্ডি (বেনফিকা)
নাহুয়েন পেরেজ (উদিনেসে)
মার্কোস আকুনা (সেভিয়া)
মধ্যমাঠ
গুইদো রদ্রিগেজ (রিয়াল বেটিস)
লেয়ান্দ্র প্যারেডেস (পিএসজি)
নিকোলাস ডমিংগুয়েজ (বলোগনা)
আলেক্সিস ম্যাক অ্যালিস্টার (ব্রাইটন)
রদ্রিগো ডি পল (অ্যাতলেতিকো মাদ্রিদ)
এজিকুয়েল প্যালাসিওস (বেয়ার লেভারকুসেন)
জিওভান্নি লো সেলসো (ভিয়ারিয়াল)
এমিলিয়ানো বুয়েন্দিয়া (অ্যাস্টন ভিলা)
আক্রমণভাগ
লিওনেল মেসি (পিএসজি)
আলেহান্দ্র পাপু গোমেজ (সেভিয়া)
নিকোলাস গঞ্জালেজ (ফিওরেন্টিনা)
লুকাস ওকাম্পস (সেভিয়া)
অ্যাঞ্জেল ডি মারিয়া (পিএসজি)
অ্যাঞ্জেল কোরেয়া (অ্যাতলেতিকো মাদ্রিদ)
পাওলো দিবালা (জুভেন্টাস)
হুয়াকিন কোরেয়া (ইন্টার মিলান)
জুলিয়ান আলভারেজ (রিভার প্লেট)
লুকাস এলারিও (বেয়ার লেভারকুসেন)
লাউতারো মার্টিনেজ (ইন্টার মিলান)।
সূত্রঃ কালের কন্ঠ অনলাইন