চ্যাম্পিয়নস লিগে নিশ্চিত হয়ে গেছে সেমিফাইনালের চার দল। শেষ চার নিশ্চিত করা দলগুলো হলো- রিয়াল মাদ্রিদ, ভিয়ারিয়াল, ম্যানচেস্টার সিটি ও লিভারপুল। সেমিফাইনালে উঠা চারটি দলের মধ্যে দুটি স্প্যানিশ ক্লাব এবং দুটি ইংলিশ ক্লাব। সেমিফাইনালে ম্যানচেস্টার সিটি মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদের।
অপর সেমিফাইনালে লড়বে লিভারপুল ও ভিয়ারিয়াল। অর্থাৎ ইউরোপসেরার আসরে দেখা যাবে ইংলিশ বনাম স্প্যানিশ দৈরথ। দুটি সেমিফাইনালেরই প্রথম লেগ অনুষ্ঠিত হবে ইংল্যান্ডের মাটিতে।
আগামী ২৬ এপ্রিল দিবাগত রাতে ম্যানচেস্টার সিটি ও রিয়াল মাদ্রিদের মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হবে। একদিন পরই মুখোমুখি হবে লিভারপুল ও ভিয়ারিয়াল। দ্বিতীয় লেগ অনুষ্ঠিত হবে স্পেনের মাটিতে। সেই ম্যাচটি দুটি অনুষ্ঠিত হবে ৩ ও ৪ এপ্রিল দিবাগত রাতে।
সূত্রঃ কালের কন্ঠ অনলাইন