বাস ড্রাইভারের ভূমিকায় বিজ্ঞাপন করে বিতর্কিত ধোনি

ফুটবল দুনিয়া April 7, 2022 1,613
বাস ড্রাইভারের ভূমিকায় বিজ্ঞাপন করে বিতর্কিত ধোনি

একটি বিজ্ঞাপনকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়েছে, যেখানে অংশ নিয়েছিলেন চেন্নাই সুপার কিংসের কিংবদন্তি মহেন্দ্র সিং ধোনি। প্রতিবাদের মুখে আইপিএলের সেই বিজ্ঞাপনটি সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে।


সেই বিজ্ঞাপনে মহেন্দ্র সিং ধোনি ছিলেন বাস ড্রাইভারের ভূমিকায়। শহরের ব্যস্ততম সড়কে বিশালাকারের বাস চালাচ্ছিলেন ধোনি। হঠাৎ ব্রেক কষে বাসটি পেছনের দিকে আনতে শুরু করেন। যাত্রীদের ইঙ্গিত করেন একটি টেলিভিশনের দিকে, যেখানে চলছে আইপিএলের ম্যাচ।


ধোনির মাঝরাস্তায় ব্রেক কষায় যে শত শত মানুষের সমস্যা হচ্ছে, তা দেখানো হয়েছে খোদ বিজ্ঞাপনেই। এক পর্যায়ে একজন পুলিশ সদস্য এসে জিজ্ঞেস করেন, কেন বাস এখানে দাঁড় করিয়ে রাখা হয়েছে। ধোনি তখন পুলিশ সদস্যকে বলেন, ‘সুপার ওভার চলছে।’ তা শুনে ঐ পুলিশ সদস্যও কোনো বাধা না দিয়ে চলে যান।


এই বিজ্ঞাপন নিয়ে আইন ভাঙতে প্রলুব্ধ করার অভিযোগ তুলেছে কনজিউমার ইউনিটি অ্যান্ড ট্রাস্ট সোসাইটি। তাদের দাবি, রাস্তায় চলাচলের ক্ষেত্রে সুরক্ষানীতি মেনে চলার ক্ষেত্রে ধোনির এই বিজ্ঞাপন ভুল বার্তা দিতে পারে। - বিডিক্রিকটাইম