ফিফা র‍্যাঙ্কিংয়ের এক নম্বরে ব্রাজিল, দেখে নিন বাকিদের অবস্থান

ফুটবল দুনিয়া March 31, 2022 28,079
ফিফা র‍্যাঙ্কিংয়ের এক নম্বরে ব্রাজিল, দেখে নিন বাকিদের অবস্থান

বিশ্বকাপ বাছাইয়ের সর্বশেষ দুই ম্যাচেই জয় পেয়েছে ব্রাজিল। চিলি ও বলিভিয়ার বিপক্ষে ৪-০ ব্যবধানে জয় পেয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এর ফলে এবার দারুণ সুখবর পেয়েছে ব্রাজিল। বেলজিয়ামকে সরিয়ে র‍্যাঙ্কিংয়ে এক নম্বরে উঠে এসেছে তারা।


মার্চের প্রকাশিত তালিকায় এবার বিশ্বসেরা দল ব্রাজিল। ২০১৮ সালের বিশ্বকাপের পর থেকে এক নম্বরে নিজেদের অবস্থান অনড় রেখেছিল বেলজিয়াম। তবে এবার তারা নিচে নামল। তাদের দুইয়ে নামিয়ে শীর্ষস্থান দখল করলো সেলেসাওরা।


এদিকে সেরা দশে আরও একটি পরিবর্তন এসেছে। ১২ নম্বর থেকে তিন ধাপ এগিয়ে নয় নম্বরে উঠে এসেছে মেক্সিকো। অন্যদিকে দুই ধাপ নিচে নেমে গেছে ডেনমার্ক। তারা এখন ১১ নম্বর পজিশনে রয়েছে।


র‍্যাঙ্কিংয়ে তিনে অবস্থান করছে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। আর আর্জেন্টিনা চারে ও ইংল্যান্ড রয়েছে পাঁচে। এদিকে র‍্যাঙ্কিংয়ে অবনতি হয়েছে বাংলাদেশে। দুই ধাপ নিচে নেমে গেছে জামাল ভূঁইয়ারা। ১৮৬ থেকে এখন তারা ১৮৮ তে অবস্থান করছে।