বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে বলিভিয়ার বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল

ফুটবল দুনিয়া March 29, 2022 947
বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে বলিভিয়ার বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল

বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে আগামীকাল সকালে মাঠে নামছে ব্রাজিল। বলিভিয়ার মাঠে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ভোর ৫টা ৩০ মিনিটে।


বলিভিয়ার বিপক্ষে এই ম্যাচে জয় তুলে নিতে পারলে আর্জেন্টিনার একটি রেকর্ড ভেঙে দেবে ব্রাজিল। এখন পর্যন্ত দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে সর্বোচ্চ ৪৩ পয়েন্ট অর্জন করার রেকর্ডটি আর্জেন্টিনার।


আগামীকালের ম্যাচে জিতলে এক ম্যাচ হাতে রেখেই ব্রাজিলের সংগ্রহ হবে ৪৫ পয়েন্ট। যদিও কালকের ম্যাচে পা হড়কালেও রেকর্ডটি নিজেদের করে নেয়ার সুযোগ টিকে রইবে ব্রাজিলের সামনে। কেননা আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচটি যে আবার অনুষ্ঠিত হবে।


গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে ব্রাজিল দলে এসেছে বড় ধাক্কা। দল ছেড়েছেন দুজন তারকা। নেইমার জুনিয়র এবং ভিনিসিয়াস জুনিয়র দল ছেড়েছেন। তারা উভয়েই চলে এসেছেন নিজ নিজ ক্লাবে।


ভিনিসিয়াস এবং নেইমার না থাকায় ব্রাজিলের আগামী ম্যাচে একাদশে আসবে পরিবর্তন। আর এই পরিবর্তনের কারণে একাদশে সুযোগ পেতে পারেন কুটিনহো এবং রিচার্লিসন।


সূত্রঃ স্পোর্টসজোন২৪