মেসি-ডি মারিয়ার নৈপুণ্যে বড় জয় পেলো আর্জেন্টিনা

ফুটবল দুনিয়া March 26, 2022 1,966
মেসি-ডি মারিয়ার নৈপুণ্যে বড় জয় পেলো আর্জেন্টিনা

ঘরের মাঠে ভেনিজুয়েলার বিপক্ষে নজরকাড়া পারফরম্যান্স উপহার দেয় মেসি বাহিনী। জয় তুলে নেয় ৩-০ গোলের বড় ব্যবধানে। ঘরের মাঠ লা বোম্বেনেরায় অনুষ্ঠিত হওয়া এই ম্যাচে স্বাগতিকদের পক্ষে গোলগুলো করেছেন নিকোলাস গঞ্জালেন, আনহেল ডি মারিয়া এবং লিওনেল মেসি। প্রথমার্ধে এগিয়ে যাওয়ার পর ম্যাচের বাকি গোল দুটি এসেছে দ্বিতীয়ার্ধে।


হেসেখেলেই এবারের বাছাই পার করা আর্জেন্টিনাকে ম্যাচের ৩৫টম মিনিটে এগিয়ে দেন নিকোলাস গঞ্জালেজ। মিডফিল্ডার রদ্রিগো ডি পলের পাস থেকে গোলটি করেন এই স্ট্রাইকার।


একের পর এক আক্রমণ শানালেও প্রথমার্ধে আর গোলের দেখা পায়নি আর্জেন্টিনা। ভাগ্য ফেরাতে দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নামেন ডি মারিয়া। মাঠে নেমেই গোল করে দলের ব্যবধান বাড়ান এই তারকা।


ম্যাচের ৭৯তম মিনিটে দ্বিতীয় গোলটি করেন ডি মারিয়া। এই গোলেও সহায়তা করেন রদ্রিগো ডি পল। তিন মিনিট পরই স্কোরশিটে নাম লেখান লিওনেল মেসি। আনহেল ডি মারিয়ার পাস থেকে গোলটি করেন আর্জেন্টিনার সবচেয়ে বড় তারকা।


শেষ পর্যন্ত আর কোন গোল না হলে ৩-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা। - স্পোর্টসজোন২৪