আবারও হবে ব্রাজিল-আর্জেন্টিনার সেই ম্যাচ, নিষিদ্ধ হলেন ৪ খেলোয়াড়

ফুটবল দুনিয়া February 16, 2022 470
আবারও হবে ব্রাজিল-আর্জেন্টিনার সেই ম্যাচ, নিষিদ্ধ হলেন ৪ খেলোয়াড়

গেল বছরের সেপ্টেম্বরে নিজেদের ঘরের মাঠে আর্জেন্টিনার মুখোমুখি হয় ব্রাজিল। তবে সেখানে মাঠের রোমাঞ্চকর লড়াইকে টেক্কা দিয়ে মাঠের বাইরের ঘটনা। ব্রাজিলের স্বাস্থ্য বিভাগের হস্তক্ষেপে ম্যাচ স্থগিত হয়ে যায়। এবার স্থগিত হওয়া সেই ম্যাচ নিয়ে সিদ্ধান্ত জানিয়েছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা।


সেদিন খেলা গড়ানোর পাঁচ মিনিট পরই ম্যাচটি বন্ধ হয়ে যায়। পরে আর তা ময়দানেই গড়ায়নি। এখন ম্যাচটি নিয়ে নতুন বার্তা দিয়ে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা জানিয়েছে, বিশ্বকাপ বাছাইয়ের সেই ব্রাজিল-আর্জেন্টিনা দ্বৈরথ আবার মাঠে গড়াবে। তবে নিষেধাজ্ঞার কারণে চার ফুটবলারকে দলে পাবে না আর্জেন্টিনা।


সোমবার (১৪ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে ফিফা এসব তথ্য জানিয়েছে। তবে ব্রাজিল-আর্জেন্টিনার এই মহারণ কবে, কখন, কোথায় অনুষ্ঠিত হবে-তা জানায়নি তারা। কিন্তু নতুন ঘোষণা অনুযায়ী ম্যাচটি আয়োজনের দায়িত্ব হারিয়েছে ব্রাজিল।


ফিফা জানিয়েছে, দুই চিরপ্রদ্বিন্দ্বীর স্থগিত হওয়া ম্যাচটি নিরপেক্ষ ভেন্যুতে অনুষ্ঠিত হবে। সেই ম্যাচ নিয়ে ঘোষণা এখানেই শেষ নয়। দুই দেশের ফুটবল ফেডারেশনকে জরিমানা করেছে তারা। ব্রাজিলকে ৫ লাখ ৪০ হাজার ডলার এবং আর্জেন্টিনাকে ২ লাখ ডলার অর্থদণ্ড দেওয়া হয়েছে।


নতুন ঘোষণা অনুসারে লিওনেল স্কালোনির দলের শক্তি ক্ষুণ্ণ হয়েছে। ওই ম্যাচে ক্রিশ্চিয়ান রোমেরো, এমিলিয়ানো মার্তিনেজ, এমিলিয়ানো বুয়েন্দিয়া ও জিওভানি লো সেলসোকে নিয়ে মূল ঝামেলা বাধে।তারা ব্রাজিলে কোয়ারেন্টিন নিয়ম মানেননি। ফলে তাদের নিষিদ্ধ করেছে ফিফা।


সূত্রঃ বিডি প্রতিদিন