প্রাথমিকভাবে নিজেদের ওয়েবসাইটে বর্ষসেরা ফুটবলারদের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফা। ১১ জনের এই তালিকায় আছেন সময়ের তিন সেরা ফুটবলার লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো ও নেইমার।
এই তিন তারকা ছাড়াও এবারও সংক্ষিপ্ত তালিকায় আছেন বায়ার্ন মিউনিখের তারকা লেভানদভস্কি। রোনালদো-মেসিকে পেছনে ফেলে গত বছর ফিফার বর্ষসেরা খেলোয়াড় হন এই গোলমেশিন। এছাড়া তালিকায় আছেন চেলসির হয়ে চ্যাম্পিয়নস লিগ ও ইতালির জার্সিতে ইউরোজয়ী মিডফিল্ডার জর্জিনহো।
পুরুষ বর্ষসেরা ফুটবলারের তালিকা ছাড়াও নারী ফুটবলের বর্ষসেরা খেলোয়াড়ের ১৩ জনের নামও প্রকাশ করেছে ফিফা। এছাড়া সেরা নারীদের কোচ, সেরা পুরুষদের কোচ, সেরা নারী গোলকিপার, সেরা পুরুষ গোলকিপারেরও সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হয়েছে।
১০ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপ্রাপ্তদের ভোট দেওয়া যাবে ফিফা ডটকম ওয়েবসাইটে। ২০২২ সালের জানুয়ারি এক ভার্চুয়াল অনুষ্ঠানে পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করা হবে।
ফিফা বর্ষসেরার সংক্ষিপ্ত তালিকা ১১ জনের তালিকা:
লিওনেল মেসি (আর্জেন্টিনা ও পিএসজি/বার্সেলোনা)
ক্রিস্টিয়ানো রোনালদো (পর্তুগাল ও ম্যানচেস্টার ইউনাইটেড/জুভেন্টাস)
নেইমার (ব্রাজিল ও পিএসজি)
জর্জিনহো (ইতালি ও চেলসি)
এনগোলো কন্তে (ফ্রান্স ও চেলসি)
কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স ও পিএসজি)
মোহামেদ সালাহ (মিশর ও লিভারপুল)
রবার্ট লেভানদোভস্কি (পোল্যান্ড ও বায়ার্ন মিউনিখ)
করিম বেনজেমা (ফ্রান্স ও রিয়াল মাদ্রিদ)
কেভিন ডি ব্রুইনা (বেলজিয়াম ও ম্যানচেস্টার সিটি)
আর্লিং ব্রট হালান্ড (নরওয়ে ও বরুশিয়া ডর্টমুন্ড)।
সূত্রঃ স্পোর্টসজোন২৪