উরুগুয়েকে তাদেরই ঘরের মাঠে ০-১ গোলের ব্যবধানে পরাজিত করেছে আলবেসিলেস্তেরা। এই জয়ে কাতার বিশ্বকাপে নিজেদের অংশগ্রহণ নিশ্চিতের পথে আরও একধাপ এগিয়ে গেলো লিওনেল স্কালোনির দল।
চোট থেকে সেরে উঠলেও সতর্কতার কারণেই দলের সেরা তারকা লিওনেল মেসিকে ছাড়াই খেলতে নামে আর্জেন্টিনা। নিয়মিত অধিনায়ক মাঠের বাইরে থাকায় অধিনায়কের আর্মব্যান্ড পড়েই আজ মাঠে নামেন ডি মারিয়া। মাঠের খেলায়ও রাখেন বড় অবদান। আর্জেন্টিনার জয়ে একমাত্র গোলটি আসে পিএসজির হয়ে মাঠ মাতানো এই তারকার পা থেকেই।
উরুগুয়ের মন্টেভিডিওতে অনুষ্ঠিত হওয়া এই ম্যাচের শুরুতেই এগিয়ে যায় আর্জেন্টিনা। ষষ্ঠ মিনিটে ডিবালার পাস থেকে দুর্দান্ত এক গোল করেন ডি মারিয়া। সেই গোলে ভর করেই জয় নিয়ে মাঠ ছাড়ে আকাশী-সাদা জার্সিধারীরা।
গত মাসেই গোছানো ও ছন্দময় ফুটবলে উরুগুয়েকে ৩-০ গোলে উড়িয়ে দেয় আর্জেন্টিনা। ফিরতি দেখায়ও ম্যাচের সপ্তম মিনিটেই গোল পেয়ে যায় তারা। ডান দিক থেকে পাওলো ডিবালার পাস ডি-বক্সে ধরে এক পলকে সামনে দেখে শট নেন পিএসজি মিডফিল্ডার। বল মুসলেরাকে ফাঁকি দিয়ে দূরের পোস্ট ঘেঁষে ঠিকানা খুঁজে নেয়।
প্রথম ২৫ মিনিট পর আর্জেন্টিনার খেলার গতি একটু কমে যায়। সেই সুযোগে চাপ বাড়ায় উরুগুয়ে। ৩২তম মিনিটে দুর্ভাগ্য বাধা হয়ে না দাঁড়ালে গোলও পেতে পারতো তারা। লুইস সুয়ারেজের শট গোলরক্ষককে ফাঁকি দিলেও পোস্টে লেগে ফেরে। ফিরতি বল ফাঁকায় পেয়েও অ্যাটলেটিকো মাদ্রিদ স্ট্রাইকার নেন লক্ষ্যভ্রষ্ট শট।
প্রথমার্ধের বাকি সময়ে একচেটিয়া চাপ ধরে রাখে উরুগুয়ে। অনেক সুযোগ তৈরি করে তারা; কিন্তু এ পর্বে জালের দেখা মেলেনি। ৪২তম মিনিটে মাতিয়াস ভেসিনোর নিচু শট ভাঙতে পারেনি এমি মার্টিনেজ বাধা।
দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটে আবারও আর্জেন্টিনার সীমানায় উরুগুয়ের হানা। এ যাত্রায় ডি-বক্সে ঢুকে লক্ষ্যভ্রষ্ট শট নেন হোয়াকিন পিকেরেস।
উল্লেখযোগ্য কোনো ঘটনা ছাড়াই এগোতে থাকা ম্যাচের ৮৪তম মিনিটে আলভারেস মার্তিনেসের হেড ক্রসবারের একটু ওপর দিয়ে গেলে বেঁচে যায় আর্জেন্টিনা। বাকি সময়ে আর কোন গোল না হলে জয় নিয়েই মাঠ ছাড়ে আর্জেন্টিনা।
২০২২ কাতার বিশ্বকাপের লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইয়ে আর্জেন্টিনার এটি অষ্টম জয়। সঙ্গে চার ড্রয়ে ১২ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে তারা। শীর্ষে থাকা ব্রাজিলের সংগ্রহ ৩৪ পয়েন্ট।
সূত্রঃ স্পোর্টসজোন২৪